বিদেশি লিগে খেলা নিয়ে পিসিবির নতুন নিয়ম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৮ মার্চ ২০২০
বিদেশি লিগে খেলা নিয়ে পিসিবির নতুন নিয়ম

ফাইল ছবি

আইপিএল ব্যতীত প্রায় সব লিগেই দেখা মিলে পাকিস্তানি ক্রিকেটারদের৷ তবে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে নতুন নিয়ম চালু করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একজন ক্রিকেটারকে চারটি লিগের বেশি খেলার অনুমতি দেবে না পিসিবি।

দেশের বাইরের লিগে খেলতে হলে প্রত্যেকটা খেলোয়াড়কে তাদের দেশের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হয়। আর এই অনাপত্তিপত্র নিয়ে এবার নতুন নিয়ম চালু করলো পিসিবি। নতুন নিয়মে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব খেলোয়াড় সর্বোচ্চ চার বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন, এই চারের মধ্যে থাকছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, নতুন নীতিতে অনাপত্তিপত্রের জন্য সরাসরি আবেদন করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন বিভাগ ও জাতীয় দলের প্রধান কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের কাছে। তারা ওই খেলোয়াড়ের কাজের চাপ ও আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়াদি দেখে সিদ্ধান্ত নেবেন।

মূলত খেলোয়াড়দের কাজের চাপ কমাতেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যারা শুধু ঘরোয়া লিগে খেলেন, তাদের প্রথমে নিজ নিজ অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অপারেশন বিভাগ।

নতুন নিয়ম প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘আমরা একজন খেলোয়াড়ের কাজের চাপের সঙ্গে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তার দায়িত্বকে প্রাধান্য দিচ্ছি। একই সঙ্গে তাদের বাড়তি আয় ও বিশ্বের বিভিন্ন জায়গায় খেলে দক্ষতা অর্জনের দিকেও গুরুত্ব দিচ্ছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথ-ওয়ার্নারদের নিয়ে চিন্তিত ল্যাঙ্গার

স্মিথ-ওয়ার্নারদের নিয়ে চিন্তিত ল্যাঙ্গার

ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কায় এন্ডারসন

ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কায় এন্ডারসন

দেশের ক্রিকেটে ২০১৫ ফেরাতে চান তামিম ইকবাল

দেশের ক্রিকেটে ২০১৫ ফেরাতে চান তামিম ইকবাল

অস্ট্রেলিয়ার স্টেট ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন যারা

অস্ট্রেলিয়ার স্টেট ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন যারা