জয় আমাদেরই হবে : জামাল ভূঁইয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ এএম, ১৯ মে ২০২১
জয় আমাদেরই হবে : জামাল ভূঁইয়া

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো  দলগত অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ মে) সকালে অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা। 

অনুশীলনে খেলোয়াড়দের থেকে গোল কিভাবে বের করা যায় তা নিয়েই কাজ করেছে কোচ জেমি ডে। জেমি ডের মতো পুরো দলই চিন্তিত গোল স্কোরার নিয়ে। ভালো খেললেও গোল না হলে ইতিবাচক ফল আনা সম্ভব না বিধায় এবার গোল করার দিকেই মনোযোগ সকলের। 

কোচের সাথে একই সুরে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুশীলন পরবর্তী সাংবাদিকদের তিনি জানান, ম্যাচ জিততে হলে গোল করতেই হবে।

জামাল ভূঁইয়া বলেন, ‘দলের সবাই যদি শতভাগ পারফরমেন্স করে তবেই জয় আমাদের হবে। বিগত ম্যাচগুলোতেও বাংলাদেশ দলের পারফরমেন্স খুব ভালো ছিল।’

কাতারে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে। এরপর ৭ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে জিকু-রানারা। নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

দলগত অনুশীলনে জামাল ভূঁইয়ারা, অনুপস্থিত বিশ্বনাথ ঘোষ

দলগত অনুশীলনে জামাল ভূঁইয়ারা, অনুপস্থিত বিশ্বনাথ ঘোষ

ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

বাদ পড়তে পারেন কোম্যান, আলোচনায় জাভি

বাদ পড়তে পারেন কোম্যান, আলোচনায় জাভি

৩০ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা পাননি দিবালা

৩০ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা পাননি দিবালা