ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে থাকবে দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ২৭ আগস্ট ২০২১
ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে থাকবে দর্শক

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে দর্শক ফেরাবে ব্রাজিল। ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শককে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ করে দিচ্ছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানিয়েছে ১২ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের করিন্থিয়াসের নিও কিমিকা অ্যারেনায় অনুষ্ঠিত হবে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। এ মাঠের দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ২৩৪। মাত্র ২৫ শতাংশ দর্শককে অনুমতি দেওয়ায় ১২ হাজার দর্শক মাঠে প্রবেশের সুযোগ পাবে।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল আলবিসেলেস্তারা।

করোনাভাইরাস মহামারির কারণে বিধ্বস্ত ব্রাজিল। করোনাভাইরাস মহামারিতে ব্রাজিলে মৃতের সংখ্যা ৬ লাখ ছুই ছুই। তবে সাম্প্রতিক সময়ে মৃত্যুর হার কমেছে। সাথে বেশ দ্রুতই ভ্যাক্সিন দিচ্ছে সে দেশের সরকার।

আর্কষণীয় এ ম্যাচে তারকা ফুটবলারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা। কোয়ারেন্টাইন সমস্যার কারণে ফুটবলারদের ছাড়তে চাচ্ছে না ইউরোপের ক্লাবগুলো।

বিশ্বকাপ বাছাইয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলে ছয় ম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ব্রাজিল। অপরদিক ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালের ফুটবলার ছাড়াই ঘোষিত হলো স্পেন দল

রিয়ালের ফুটবলার ছাড়াই ঘোষিত হলো স্পেন দল

এমবাপেকে কিনতে রিয়ালের ১৬০ মিলিয়নের প্রস্তাব পিএসজির প্রত্যাখ্যান

এমবাপেকে কিনতে রিয়ালের ১৬০ মিলিয়নের প্রস্তাব পিএসজির প্রত্যাখ্যান

মেসির অভিষেক ইঙ্গিত, ১০ দিন আগেই টিকিট শেষ

মেসির অভিষেক ইঙ্গিত, ১০ দিন আগেই টিকিট শেষ

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফুটবলার নিয়ে শঙ্কা

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফুটবলার নিয়ে শঙ্কা