নিজেদের মাঠেও নাপোলির বিপক্ষে পারলো না জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৭ জানুয়ারি ২০২২
নিজেদের মাঠেও নাপোলির বিপক্ষে পারলো না জুভেন্টাস

সিরি-এ লিগে নিজেদের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও নাপোলি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে হাইভোল্টেজ এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়ার পড় সমতায় ফিরে জুভেন্টাস। ফলে পয়েন্ট ভাগ করে নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ২৩তম মিনিটে ড্রিস মের্টেন্সের গোলে এগিয়ে যায় নাপোলি। আর বিরতির পর ৫৪তম মিনিটে ফেদেরিকো চিয়েসার গোলে সমতায় ফিরে স্বাগতিক জুভেন্টাস। এর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও আর কোন গোল আদায় করতে পারেনি।

ঘরের মাঠে প্রতিপক্ষে আক্রমণে বিপরীতের পিছিয়ে ছিল জুভেন্টাস। ম্যাচে ৪৪ শতাংশ সময় তারা বল দখলে রেখেছিল। বল দখলে পিছিয়ে থাকলেও শটের দিক দিয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। ২২টি শট নিয়েছিল তারা, যার মধ্যে ৫টি টার্গেট শট ছিল।

বিপরীতের ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে জুভেন্টাসের গোলবারের দিকে ১৬টি শট নিয়েছিল নাপোলি। যার মধ্যে ৪টি টার্গেট শট ছিল। তবে দুই দলই একটির বেশি গোল করতে পারেনি।

এ ম্যাচ শেষে লিগে ২০ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে নাপোলি। আর সমান সংখব ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জুভেন্টাস। লিগে ১৯ ম্যাচ খেলে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘রোনালদো জুভেন্টাসের উপকার নয়, ক্ষতি করেছেন’

‘রোনালদো জুভেন্টাসের উপকার নয়, ক্ষতি করেছেন’

৩৬ বছরের ইতিহাস ভেঙে লাৎজিওতে যোগ দিলেন পেদ্রো

৩৬ বছরের ইতিহাস ভেঙে লাৎজিওতে যোগ দিলেন পেদ্রো

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

ভিসা বাতিল, অস্ট্রেলিয়ার বিমানবন্দরে আটকা জকোভিচ

ভিসা বাতিল, অস্ট্রেলিয়ার বিমানবন্দরে আটকা জকোভিচ