চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস

ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া। এর খেসারত দিয়ে হারালো ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের স্বত্ব। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সরে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ভেন্যু প্যারিস।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সেন্ট পিটার্সবার্গ থেকে সরানোর দাবি উঠেছিল। এ কারণেই শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জরুরি বৈঠকে বসেছিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সেখানেই জানানো হয়েছে পিটার্সবার্গ নয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস।

চলতি বছরের ২৮ মে আয়োজিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পিটার্সবার্গের গেজপ্রম অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন আর গেজপ্রম অ্যারেনা নয়, ফাইনালের নতুন ভেন্যু প্যারিসের স্টেড ডি ফ্রান্স।

এ নিয়ে টানা তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু পরিবর্তন করলো উয়েফা। সর্বশেষ ২০২০ এবং ২০২১ সালে করোনার কারণে পরিবর্তিত হয়েছিল ফাইনালের ভেন্যু।

শুধু তাই নয়, এই সময়ে রাশিয়া কিংবা ইউক্রেন কোনো দেশেই উয়েফা কোনো টুর্নামেন্ট কিংবা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ওই দেশের ক্লাব এবং জাতীয় দলকে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশনা দিয়েছে উয়েফা।

ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগীতায় একমাত্র ক্লাব হিসেবে টিকে আছে স্পার্তাক মস্কো। ইউরোপা লিগে শেষ ১৬ কিংবা তার পরের ম্যাচগুলো ক্লাবটি নিজেদের হোম ভেন্যুতে খেলতে পারবে না।

এছাড়াও চলতি বছরের মার্চে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের কয়েকটি ম্যাচ রাশিয়া এবং ইউক্রেনে আয়োজিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচগুলো কোথায় আয়োজন করা হবে তা এখনও জানায়নি উয়েফা।

এদিকে, ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার স্পন্সর হিসেবে আছে রাশিয়ান গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান গেজপ্রম। এ প্রতিষ্ঠানের সাথে উয়েফার চুক্তি প্রায় ৩০ মিলিয়ন ইউরো। উয়েফা গেজপ্রমের সাথে সম্পর্ক ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলেও জার্মান ক্লাব শালকে ০৪ ইতিমধ্যেই রাশিয়ান প্রতিষ্ঠানটির সাথে সম্পর্ক ছেদ করেছে। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ: বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়ায় খেলতে নারাজ তিন দেশ

ইউক্রেন যুদ্ধ: বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়ায় খেলতে নারাজ তিন দেশ

রাশিয়ার হামলায় ‘বন্ধ হয়ে গেল’ ইউক্রেন ফুটবল লিগ

রাশিয়ার হামলায় ‘বন্ধ হয়ে গেল’ ইউক্রেন ফুটবল লিগ

ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

ইউক্রেন যুদ্ধ: রুশ সরকারের সাথে সম্পর্কে ‘নিষেধাজ্ঞার মুখে’ চেলসি মালিক

ইউক্রেন যুদ্ধ: রুশ সরকারের সাথে সম্পর্কে ‘নিষেধাজ্ঞার মুখে’ চেলসি মালিক