আফ্রিকান বলেই লিভারপুলে কম বেতন পাচ্ছেন সালাহ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২২
আফ্রিকান বলেই লিভারপুলে কম বেতন পাচ্ছেন সালাহ!

লিভারপুলে যোগ দিয়েই নিজেকে চিনিয়েছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। শুধু নিজেকে চেনাননি লিভারপুলকেও এনে দিয়েছেন সাফল্য। এরপরেও দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছে অচলাবস্থা। মূলত নতুন চুক্তি নিয়ে তৈরি হয়েছে সংকট। এ সময়েই সেনেগালের সাবেক ফুটবলার হাজি দিউফ জানান, সালাহর সাথে এই সমস্যার তৈরি হয়েছে আফ্রিকান বলেই।

২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ। যোগ দেওয়ার পর থেকেই অলরেডদের ডেরায় দারুণ সময় কাটাচ্ছেন। তাই তো তাকে ধরে রাখতে বেশ ভালো ভাবেই চেষ্টা চালাচ্ছে লিভারপুল।

ইংলিশ গণমাধ্যমগুলোর খবর লিভারপুলের কাছে প্রতি মৌসুমে ১৭ মিলিয়ন ইউরো বেতন চেয়েছেন সালাহ। তবে লিভারপুল তার পিছনে মৌসুম প্রতি ১০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে নারাজ।

এ ঘটনার পরেই হাজি দিউফ বলেন, ‘সালাহকে বুঝতে হবে যে সে একজন আফ্রিকান। ইউরোপিয়ানদের মতো করে তাকে দেখা হয়না। অন্যদের মতো তাকে সেরা চুক্তি দিবে না।’

তবে এমন পরিস্থিতিতে সালাহকে লিভারপুল ছাড়তে মানা করেছেন দিউফ। তিনি বলেন, ‘আমি সালাহ হলে আমি লিভারপুলেই থেকে যেতাম। এখানে সে আরও বেশি অর্থ আয় করতে পারবে। সাদিও মানের মতো সেও ক্লাবের সেরা খেলোয়াড়। তাকে নিয়ে লিভারপুল অনেক শিরোপা জিততে পারবে। তার বয়স ২৯। আমি তাকে বলবো আরও চার মৌসুম লিভারপুলের হয়ে খেলতে।’

কেন সালাহকে লিভাপুল ছাড়তে নিষেধ করেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন হাজি দিউফ। বলেন, ‘রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার মানে হচ্ছে তাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে।’

সালাহকে ধরে রাখতে লিভাপুলকে আরও নমনীয় হওয়ার পরামর্শ দেন এই আফ্রিকান কিংবদন্তি। তার মতে লিভারপুলের উচিত সালাহর দাবি মেনে নেওয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

৩৮২ কোটিতে লিভারপুলে ‘কলম্বিয়ান নেইমার’

৩৮২ কোটিতে লিভারপুলে ‘কলম্বিয়ান নেইমার’

লুইজ দিয়াজকে প্রশংসায় ভাসালেন জার্গেন ক্লপ

লুইজ দিয়াজকে প্রশংসায় ভাসালেন জার্গেন ক্লপ

আমি থাকতে চাই, সিদ্ধান্ত লিভারপুলের : সালাহ

আমি থাকতে চাই, সিদ্ধান্ত লিভারপুলের : সালাহ