লিভারপুলের কাছে তিন গোল হারবে রিয়াল: মাইকেল ওয়েন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৮ মে ২০২২
লিভারপুলের কাছে তিন গোল হারবে রিয়াল: মাইকেল ওয়েন

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মহারণের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। ফুটবলপ্রেমীরা অধীর অপেক্ষায় আছেন মহারণের লড়াইয়ের। ফাইনালকে সামনে রেখে বসে নেই দুই ক্লাবের সাবেক ফুটবলাররাও। তারাও ভবিষ্যৎবাণী দিচ্ছেন।

তাদের মধ্যে একজন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন। রিয়াল মাদ্রিদ ও লিভারপুল, দুই ক্লাবের হয়েই খেলেছেন ওয়েন। তবে তার দাবি, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের কাছে পাত্তাই পাবে না রিয়াল মাদ্রিদ।

বর্তমানে বিটি স্পোর্টসে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করছেন ওয়েন। ফাইনালে দুই দলকে সমর্থন কুরলেও লিভারপুলকে অনেকখানি এগিয়ে রেখেছেন তিনি। ২০০১ সালে লিভারপুলে থাকাকালীন ব্যালন ডি’অর জিতেছেন ওয়েন। ফাইনালেও তার বাজিটা থাকছে অলরেডদের পক্ষেই।

সাবেক ইংলিশ ফুটবলার বলেন, “আমি মনে করি, রিয়ালকে তারা প্রভাব বিস্তার করেই হারাতে পারবে। কারণ, লিভারপুল অসাধারণ একটি দল। রিয়ালের জন্য একটু বেশিই ভালো তারা।"

শুধু জয়ী দল নিয়েই ভবিষ্যৎবাণী করেননি ওয়েইন, ম্যাচের গোল ব্যবধানেরও ভবিষ্যৎবানীও করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার। তার ভাষ্য, "আমি মনে করি লিভারপুল রিয়ালের চেয়ে ভালো দল। লিভারপুল রিয়ালকে উড়িয়ে দিতে পারে। আমার অনুমান, ম্যাচটি লিভারপুল ৩–১ বা ৩–০ গোলে জিতবে।"

চ্যাম্পিয়নস লিগে শেষ পাঁচ বছরে দ্বিতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমে সর্বশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দু’টি। সেবারের হারের জ্বালা এবার রিয়ালকে ফিরিয়ে দিতে চায় লিভারপুল। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জয়ী (১৩ বার) রিয়াল মাদ্রিদ তাদের রেকর্ডকে আরও বাড়িয়ে নিতে চায়। 

শনিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত একটায় প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। কোনো ইনজুরি সমস্যা না থাকায় দুই দলই পূর্ণশক্তির দল নিয়ে নামবে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালের অনুপ্রেরণা ২০১৪ ফাইনাল: আনচেলত্তি

রিয়ালের অনুপ্রেরণা ২০১৪ ফাইনাল: আনচেলত্তি

রিয়ালের মাঝ মাঠের কাছেই হারবে লিভারপুল: গ্যারি নেভিল

রিয়ালের মাঝ মাঠের কাছেই হারবে লিভারপুল: গ্যারি নেভিল

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

প্রতিশোধ বলতে সালাহ আসলে 'ওটা' বোঝায়নি!

প্রতিশোধ বলতে সালাহ আসলে 'ওটা' বোঝায়নি!