বন্যায় সিলেট থেকে সরানো হলো নারী দলের ফুটবল ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২১ এএম, ১৮ জুন ২০২২
বন্যায় সিলেট থেকে সরানো হলো নারী দলের ফুটবল ম্যাচ

ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট। বন্যার কবলে পড়ে প্রায় অচল হয়ে গেছে সিলেট অঞ্চল, বাড়ছে হতাহতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে ফুটবল খেলা সম্ভব নয় বিধায় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে ঢাকা।

সিলেট জেলা স্টেডিয়ামে ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের। তবে বন্যার কারণে তা সম্ভব না হওয়ায় দুটি  ম্যাচই ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (১৮ জুন) এক বিবৃতিতে ভেন্যু বদল করার কথা নিশ্চিত করে বাফুফে জানায়, ভেন্যু বদল হলেও সূচি একই থাকছে। বাংলাদেশ-মালয়েশিয়া নারী দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

জাতীয় নারী ফুটবল দল অনেক দিন ম্যাচের বাইরে রয়েছে। সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নেমেছিল গোলাম রব্বানী ছোটনের দল। ‘জি’ গ্রুপের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছিল তাদের।

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

মালয়েশিয়ার বিপক্ষে সিলেটেই আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে সিলেট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। টানা বৃষ্টি ও ভারতের মেঘালয়-আসামে প্রবল বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পানিতে সিলেটের মানুষের এখন স্বাভাবিক জীবন-যাপন বিপর্যস্ত।

সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থাও এখন প্রায় অচল। বাধ্য হয়ে সেনাবাহিনীকে নামানো হয়েছে। বন্ধ হয়ে গেছে বিমানবন্দর এবং সিলেটের রেল স্টেশন। ফলে বাধ্য হয়েই বাংলাদেশ নারী দলের ম্যাচ দু’টি সিলেট থেকে সরিয়ে ঢাকায় সরিয়ে আনতে বাধ্য হয়েছে বাফুফে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্ন মিউনিখেই যাচ্ছেন সাদিও মানে

বায়ার্ন মিউনিখেই যাচ্ছেন সাদিও মানে

বাবর আজম-বিরাট কোহলিরা খেলবেন এক দলে!

বাবর আজম-বিরাট কোহলিরা খেলবেন এক দলে!

৪৯৮, ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

৪৯৮, ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

বাহরাইনের বিপক্ষেও ‘ত্রাতা’ হয়ে দাঁড়ালেন জিকো

বাহরাইনের বিপক্ষেও ‘ত্রাতা’ হয়ে দাঁড়ালেন জিকো