বেকহামের দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ২০ জুলাই ২০২২
বেকহামের দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

প্রাক মৌসুমের প্রস্তুতির প্রথম ম্যাচটা ড্র করেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি। ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহামের মালিকাধীন ইন্টার মিয়ামিকে তাদের ঘরের মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাবটি।

বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল (এমএলএস) ইন্টার মিয়ামির বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই ইন্টার মিয়ামির উপর বিস্তার হিসেবে করে খেলা শুরু করে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ম্যাচের ১৯তম মিনিটে নতুন রিক্রুট রাফিনহার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন অবামেয়াং। এর ছয় মিনিট পর অবশ্য নিজেই স্কোরশিটে নাম তোলেন এই ব্রাজিলিয়ান।

সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ইনজুরির কারণে খেলতে না পারা আনসু ফাতি এদিন ছিলেন শুরুর একাদশে। ম্যাচের ৪১তম মিনিটে রাফিনহার কাছ থেকে পাওয়া বলে দলকে এগিয়ে নেন ফাতি। তার গোলেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিন্ন একটি একাদশ নামান কোচ জাভি। দ্বিতীয়ার্ধে ভিন্ন একাদশ নামালেও ম্যাচে এগিয়ে যেতে খুব একটা কষ্ট হয়নি স্প্যানিশ জায়ান্টদের। ডাচ তারকা মেম্ফিস ডিপাইয়ের সহায়তায় গোলের হালি পূর্ণ করেন স্প্যানিশ তারকা গাভি। এর ১৪ মিনিট পর ডিপাইও নাম তোলেন স্কোরশিটে। দলের ব্যবধান বাড়িয়ে ৫-০ করে নেন। পরের মিনিটেই ম্যাচে দলের ডাবল হ্যাট্রিক পূর্ণ করেন ওসমান ডেম্বেলে।

এরপর অবশ্য আর কোনো গোল করতে পারেনি বার্সেলোনা। গোল করতে না পারলেও পুরো সময়টা জুড়েই ছিল কাতালানদের আধিপত্য। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল জাভি হার্নান্দেজের শিষ্যরা।  প্রতিপক্ষের জালে ৩০ শট নিলেও মাত্র ১১ টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। বিপরীতে বলার মতো কিছু করতে না পারায় বড় কোনো পরীক্ষা দিতে হয়নি বার্সেলোনার রক্ষণভাগকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

শীর্ষ লিগ ছেড়ে দ্বিতীয় বিভাগের লিগে খেলবেন ফ্যাব্রিগাস

শীর্ষ লিগ ছেড়ে দ্বিতীয় বিভাগের লিগে খেলবেন ফ্যাব্রিগাস

বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে মেক্সিকান কিংবদন্তি মারকুয়েজ

বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে মেক্সিকান কিংবদন্তি মারকুয়েজ

‘কিংবদন্তী খেলোয়াড়দের সম্মান দেয় না বার্সেলোনা’

‘কিংবদন্তী খেলোয়াড়দের সম্মান দেয় না বার্সেলোনা’