বার্সেলোনাকে হতাশ করে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করলেন আজপিলিকুয়েতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২২
বার্সেলোনাকে হতাশ করে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করলেন আজপিলিকুয়েতা

অবশেষে কোনো ফুটবলার বার্সেলোনাকে ‘না’ বলে চেলসিকে ‘হ্যাঁ’ বললো! চলমান গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় কেনার লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে একের পর এক হার দেখতে হয়েছে চেলসিকে। অবশেষে জয়ের অনুভূতি পেতে পারে তারা কারণ, তাদের অধিনায়ক সিজার আজপিলিকুয়েতা বার্সেলোনার চাওয়াকে উপেক্ষা করে চুক্তি নবায়ন করেছেন। 

চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করেছেন সিজার। বৃহস্পতিবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিজারের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে নিশ্চিত করেছে চেলসি। 

২০১৮ লন্ডনের ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি নবায়ন করেছিলেন তিনি, যেটা চলতি বছরের শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল। তবে সেটা শেষ হওয়ার আগেই আরও দুই বছর স্টাম্পফোর্ড ব্রিজে থাকার বন্দোবস্ত করলেন এই স্প্যানিশ ফুটবলার।  

২০১২ সালে ফরাসি ক্লাব মারসেইল থেকে সিজারকে দলে ভিড়িয়েছিল চেলসি। চেলসিকে ২০০ এর বেশি ম্যাচে নেত্বতৃও দিয়েছেন তিনি। 

বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

চুক্তি নবায়ন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিজার। বলেন, “চেলসিতে চুক্তি নবায়ন করে আমি খুবই খুশি। আমি এখানে এসেছে প্রায় দশ বছর হয়ে গেল। আমি সত্যিই ভালোবাসা (ক্লাবের প্রতি) অনুভব কি এবং আমাদের হাতে থাকা নতুন প্রজেক্ট নিয়ে  খুবই রোমাঞ্চিত।” 

সিজারকে ক্লাবের রাখতে খুশি চেলসি নতুন মালিক টড বেহেলিও। “সিজার মাঠের ভিতরে ও বাইরের বিশ্বমানের একজন নেতা। সে চেলসির একজন কিংবদন্তি।”

দশ বছরের চেলসি অধ্যায়ে এফএ কাপ, লিগ কাপ, চ্যামপিয়নস লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন সিজার। চেলসির জার্সিতে ১০ বছরে ৩২৪ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ ফুটবলার। সেখানে তার নামের পাশে ১০টি গোলও রয়েছে।

sportsmail24

দলবদলের বাজারে খেলোয়াড় কেনার লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে পেরে উঠছে না। অন্য ক্লাব থেকে খেলোয়াড় কিনতে গেলেও বার্সেলোনা ছিনিয়ে নিচ্ছে, আর চেলসির ডেরা থেকে ইতিমধ্যে আন্দ্রেস ক্রিশ্চিয়ানসনকে নিয়ে গেছে স্পেনের কাবটি। অন্যদিকে আন্তোনিও রুদিগার গেছে রিয়াল মাদ্রিদে। সব মিলিয়ে সিজারের চুক্তি নবায়ন আপাতত স্বস্তি দিবে লন্ডনের ক্লাবটিকে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

২৪ ঘণ্টায় শেষ মেয়েদের ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচের টিকিট 

২৪ ঘণ্টায় শেষ মেয়েদের ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচের টিকিট 

অ্যাফকন না খেলার শর্তে আফ্রিকান ফুটবলার ভেড়াবে নাপোলি

অ্যাফকন না খেলার শর্তে আফ্রিকান ফুটবলার ভেড়াবে নাপোলি

রোনালদোর ফিটনেসে ‘ঘাটতি’ দেখছেন কোচ টেন হাগ

রোনালদোর ফিটনেসে ‘ঘাটতি’ দেখছেন কোচ টেন হাগ

ইউরোপিয়ান সুপার কাপে অভিষেক হচ্ছে ‘অফসাইড প্রযুক্তি’

ইউরোপিয়ান সুপার কাপে অভিষেক হচ্ছে ‘অফসাইড প্রযুক্তি’