তৃতীয় স্থান নির্ধারণ : মাঠে থাকবেন ইরানের রেফারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৪ জুলাই ২০১৮
তৃতীয় স্থান নির্ধারণ : মাঠে থাকবেন ইরানের রেফারি

২১তম ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ (শনিবার) রাত ৮টায়। এ ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করবেন ইরানের আলিরেজা ফাগানি।

রেফারি ফাগানির সহকারী হিসেবে মাঠে থাকবেন তারই স্বদেশি রাজা সোখান্দান ও মোহা মনসুরি। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সেনেগাল মালাং দিয়েধিউ। অতিরিক্ত রেফারিও হলেন সেনেগালের জিব্রিল চামারাকে।

চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ৩টি ম্যাচ পরিচালনা করেন ৪০ বছর বয়সী ফাগানি। গ্রুপ পর্বে জার্মানি-মেক্সিকো ও ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ পরিচালনার পর শেষ ষোলোতে ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচটি পরিচালনা করেন তিনি। এ তিন ম্যাচে একবারও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নেননি ফাগানি।

ইংল্যান্ড ও বেলজিয়াম এখন পর্যন্ত ২২বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডের। ইংলিশরা ১৫বার ও বেলজিয়াম ৩বার জয় পায়। ৪টি ম্যাচ হয় ড্র। এবারের আসরে গ্রুপ পর্বের আগে বিশ্বকাপে আরও দু’বার দেখা হয়েছিল ইংল্যান্ড ও বেলজিয়ামের। ১৯৫৪ ও ১৯৯০ সালে। ১৯৫৪ সালে ইংল্যান্ড-বেলজিয়ামের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। ১৯৯০ সালে বেলজিয়ামকে ১-০ গোলে হারায় ইংল্যান্ড।


শেয়ার করুন :


আরও পড়ুন

কে হচ্ছে তৃতীয়, ইংল্যান্ড না বেলজিয়াম?

কে হচ্ছে তৃতীয়, ইংল্যান্ড না বেলজিয়াম?

গোল্ডেন বল নয়, শিরোপা চান ক্রোয়েশিয়ার মড্রিচ

গোল্ডেন বল নয়, শিরোপা চান ক্রোয়েশিয়ার মড্রিচ

ব্রাজিলকে ২০২২ বিশ্বকাপ নিয়ে চিন্তার পরামর্শ

ব্রাজিলকে ২০২২ বিশ্বকাপ নিয়ে চিন্তার পরামর্শ

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার রেকর্ড

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার রেকর্ড