মেসির গোলে লা লিগা শিরোপা বার্সেলোনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৮ এপ্রিল ২০১৯
মেসির গোলে লা লিগা শিরোপা বার্সেলোনার

ছবি : এপি

ছিলেন মাঠের বাইরে, নিজে না খেলে সতীর্থদের পাঠিয়েছিলেন তিনি। তবে দেম্বেলে, সুয়ারেজ ও কুতিনহোরা যখন গোল করতে ব্যর্থ হন, ঠিক তখনই মাঠে নামের বার্সেলোনা প্রাণভমর লিওনেল মেসি। নেমেই গোল করে দলকে এনে দেন জয়।

মেসির গোলে জয় পাওয়ার সাথে সাথে বার্সেলোনা তুলে নিয়েছে ২৬তম লা লিগা শিরোপার স্বাদ। বার্সার পক্ষে মেসি জিতলেন রেকর্ড ১০টি শিরোপা।

চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে এ সপ্তাহেই শক্ত প্রতিপক্ষ লিভারপুলের মুখোমুখি হতে হবে বার্সেলোনাকে। তাই প্রিয় শিষ্য মেসিকে বিশ্রামে রেখে লেভান্তের খেলা শুরু করেন কোচ আর্নেস্তো ভালভার্দে। অন্য শিষ্যরা প্রথমার্ধের পুরোটা সময়ে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হওয়া যুদ্ধের ময়দানে প্রিয় শিষ্যকে পাঠাতে হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে কুতিনহোর বদলি হিসেবে মাঠে নেমে ৬২ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন আর্জেন্টাইন মহাতারকা। আলতো হেডে ভিদালের বাড়ানো বল প্রতিপক্ষের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে সহজেই জালে জড়ান মেসি। এটি ছিল লিগে তার ৩৪তম গোল।

বার্সেলোনার হয়ে লিগ শিরোপা জয়ে সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়িয়ে গেলেন মেসি। এর আগে দু’জনই ৯বার করে এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ১২টি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা পাকো গেন্তো। তিনি ১৯৫০ ও ১৯৬০ এর দশকে রিয়ালের হয়ে খেলেছেন। এছাড়া ১০ বার শিরোপাটির স্বাদ পেয়েছেন ‘পিররি’ নামে পরিচিত সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। তিনিও রিয়ালের হয়ে এ সাফল্য পেয়েছেন।

সর্বশেষ ১১টি লা লিগা শিরোপার ৮টিই গেল বার্সেলোনার ঘরে। এ মৌসুমের কোপা দেল রে শিরোপাও হাতের নাগালে দলটির। এখন চ্যাম্পিয়নস লিগ জেতা হলেই প্রথম দল হিসেবে তৃতীয় ট্রেবল জয়ের রেকর্ড গড়বে স্প্যানিশ জায়ান্টরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

গেটাফের কাছে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

গেটাফের কাছে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

সালাহ-মানের জোড়া গোলে ফের শীর্ষে লিভারপুল

সালাহ-মানের জোড়া গোলে ফের শীর্ষে লিভারপুল

ম্যানইউ বাধা অতিক্রম করে শীর্ষে ম্যানসিটি

ম্যানইউ বাধা অতিক্রম করে শীর্ষে ম্যানসিটি