বঙ্গবন্ধু গোল্ডকাপ পিছিয়ে গেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০১৯
বঙ্গবন্ধু গোল্ডকাপ পিছিয়ে গেল

আগের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতার নামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। কিন্তু সে তারিখ পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে বাফুফে। ফলে এক মাস পিছিয়ে গেল টুর্নামেন্ট।

শনিবার বাফুফের নির্বাহী কমিটির ১৬তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ১৬ নভেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে।

সভায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল অনুমোদন করা হয়। এতে দুই দলের অবনমনের সিদ্ধান্ত বহাল। অর্থাৎ বিসিএল-এ নেমে গেল বিজেএমসি ও নোফেল স্পোর্টিং ক্লাব। পাঁচ ক্লাবের আগে বাফুফের কাছে অনুরোধ করেছিল দু’টির বদলে একটি দলকে অবনমন করাতে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ এক মাস পিছিয়ে যাওয়ায় চট্টগ্রাম আবাহনী আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ কবে হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ, চট্টগ্রাম আবাহনী এই টুর্নামেন্ট অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরুর ঘোষণা দিয়েছিল। সেভাবেই তারা ভারতের তিন ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল ও মোহামেডান এবং থাইল্যান্ড ও মালদ্বীপের একটি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিল।

বাফুফের আজকের নির্বাহী কমিটির সভা শেষে সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তারিখ আগামীকাল জানানো হবে। কারণ, রোববার আমরা চট্টগ্রাম আবাহনীর শীর্ষ দুই কর্মকর্তা চেয়ারম্যান আবদুল লতিফ এমপি এবং মহাসচিব শামসুল হক চৌধুরী এমপির সঙ্গে আলোচনা করে শেখ কামাল আর্ন্তাতিক ক্লাব কাপের তারিখ নির্ধারণ করবো।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বাফুফের বার্ষিক সাধারণ সভা ১৬ নভেম্বর

বাফুফের বার্ষিক সাধারণ সভা ১৬ নভেম্বর

টেস্টে সাকিবদের জার্সিতেও বসছে নাম-নম্বর

টেস্টে সাকিবদের জার্সিতেও বসছে নাম-নম্বর

তবু ভালো নম্বরই পেলেন বাংলাদেশের ফিল্ডাররা

তবু ভালো নম্বরই পেলেন বাংলাদেশের ফিল্ডাররা

ভারতের কোচ না হতে পেরে ব্যাঙ্গালোরের ‘ডিরেক্টর’ হলেন মাইক হেসন

ভারতের কোচ না হতে পেরে ব্যাঙ্গালোরের ‘ডিরেক্টর’ হলেন মাইক হেসন