অ্যাথলেটিকোর বিপক্ষে খেলা হচ্ছে না অ্যালিসনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৭ মার্চ ২০২০
অ্যাথলেটিকোর বিপক্ষে খেলা হচ্ছে না অ্যালিসনের

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। রেডস বস জার্গেন ক্লপ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন অ্যালিসন কোমরের ইনজুরিতে ভুগছেন।

চলতি সপ্তাহে অনুশীলনে অ্যালিসন পেশীর ইনজুরিতে পড়েছিলেন। মঙ্গলবার যে কারনে চেলসির বিপক্ষে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পরাজিত ম্যাচটিতে তিনি খেলতে পারেননি। পরবর্তীতে স্ক্যান রিপোর্ট অনুযায়ী জানা গেছে ২৭ বছর বয়সী অ্যালিসন অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

ক্লপ আশা করছেন ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। কিন্তু একইসাথে তিনি শঙ্কা প্রকাশ করেছেন মার্চে আন্তর্জাতিক বিরতির আগে অ্যালিসন ফিরতে পারবেন না। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মঙ্গলবার অ্যানফিল্ডে অ্যাথলেটিকোর মোকাবেলা করবে।

ক্লপ বলেছেন, ‘দূর্ভাগ্যবশত: অ্যালিসন খেলতে পারছে না। চেলসির বিপক্ষে অনুশীলনে সে ইনজুরিতে পড়েছিল। আমরা সবাই মনে করেছিলাম বিষয়টা ততটা গুরুতর নয়। কিন্তু তারপরেও তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। পরের সপ্তাহে আবারো তাকে পর্যবেক্ষন করা হবে।’

অ্যালিসনের ইনজুরিতে লিভারপুলকে রিজার্ভ গোলরক্ষক আদ্রিয়ানের ওপর নির্ভর করতে হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে নতুন মুখ, ফিরলেন নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে নতুন মুখ, ফিরলেন নেইমার

বাতিল হলো নেইমার-এমবাপেদের ম্যাচ

বাতিল হলো নেইমার-এমবাপেদের ম্যাচ

শেষ রক্ষা হলো না প্লাতিনির

শেষ রক্ষা হলো না প্লাতিনির

লা লিগায় মাস সেরা ফুটবলার  মেসি

লা লিগায় মাস সেরা ফুটবলার মেসি