লিগ শুরু করলো তুর্কমেনিস্তান, গ্যালারিতে ছিল ৩শ’ দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২১ এপ্রিল ২০২০
লিগ শুরু করলো তুর্কমেনিস্তান, গ্যালারিতে ছিল ৩শ’ দর্শক

প্রাণঘাতি করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে মৃত্যু সংখ্যা। তবে নিজ দেশের করোনাভাইরাসের কোন আক্রান্ত না থাকায় এক মাস পর পুনরায় ফুটবল লিগ শুরু করেছে তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন।

চলতি বছরের মার্চে শুরু হয়েছিল তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা দিলে চাপে পড়ে নিজেদের লিগ বন্ধ করে তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন। বন্ধ করার আগে লিগের মাত্র তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছিল।

টানা এক মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। আট দলের লিগের চতুর্থ ম্যাচে সোমবার (২০ এপ্রিল) মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আলতিন আশির ও এবারের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কোপেতদাগের।

২০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন তুর্কমেনিস্তানের রাজধানী আশগাভাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ম্যাচটি দেখতে ৩০০ দর্শক উপস্থিত ছিলেন।

তুর্কমেনিস্তানে ফুটবল খেলা খুব বেশ জনপ্রিয় নয়। তারপরও দেশটির স্পোর্টস চ্যানেল জনপ্রিয় খেলা হ্যান্ডবল বাদ দিয়ে আলতিন আশির ও কোপেতদাগের ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মাঠে উপস্থিত কোন দর্শকই মাস্ক বা গ্লাভস পড়েননি।


[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লা লিগার আবেদনে স্পেনের সম্মতি, ফিরছে ফুটবল

লা লিগার আবেদনে স্পেনের সম্মতি, ফিরছে ফুটবল

জনিকে আরও চার লাখ টাকা দিচ্ছে ফিফা

জনিকে আরও চার লাখ টাকা দিচ্ছে ফিফা

ফুটবল আয়োজনে হঠাৎ ক্ষ্যাপা ইতালিয়ান ফেডারেশন

ফুটবল আয়োজনে হঠাৎ ক্ষ্যাপা ইতালিয়ান ফেডারেশন

চূড়ান্ত হলো মেসি-নেইমারদের মাঠে নামার দিনক্ষণ

চূড়ান্ত হলো মেসি-নেইমারদের মাঠে নামার দিনক্ষণ