বন্দি জীবন শেষে অনুশীলনে রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ পিএম, ১৯ মে ২০২০
বন্দি জীবন শেষে অনুশীলনে রোনালদো

নিজ দেশ পর্তুগাল থেকে ইতালি পৌঁছে কোয়ারেন্টিনে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিয়ম মেনে ১৪ দিন ছিলেন স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার পর সতীর্থদের সাথে ক্লাব জুভেন্টাসের অনুশীলনে ফিরেছেন তিনি।

স্বাস্থ্যবিধি মেনে ঘরবন্দি থাকার পরীক্ষা শেষে মঙ্গলবার (১৯ মে) জুভেন্টাসের হয়ে ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবল মহাতারকা রোনালদো। দশ সপ্তাহ পর ক্লাবের ট্রেনিং সেন্টারে ফিরলেন রোনালদো।

প্রথম দিন অবশ্য অনুশীলন করেননি এ জুভ ফরওয়ার্ড। তুরিনের ক্লাব ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের রিপোর্ট করে দিয়েছেন কেবল করোনা পরীক্ষা।

ইতালিতে যাওয়ার আগে সন্তান, প্রেমিকা, মা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে জন্মস্থান মাদেইরা দ্বীপেই ঘরে অবরুদ্ধ ছিলেন। তবে শরীরের ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম চালিয়ে গেছেন তিনি।

এদিকে ৪ মে থেকে ইতালিয়ান লিগ সেরি এ তে ফুটবলাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। সোমবার থেকে দলীয় অনুশীলন শুরুর কথা থাকলেও দেশটির সরকার তাতে সায় দেয়নি। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পরিস্থিতি বুঝতে আরও সময় নিতে চায় সরকার।

এছাড়া ১৩ জুন থেকে মাঠে সেরি এ’র বাকি খেলা শুরুর ব্যাপারে প্রাথমিক চিন্তা-ভাবনা করা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় পিছিয়ে যাচ্ছে। এর আগে ৯ মার্চ ইতালিয়ান লিগের সব খেলা বন্ধ ঘোষণা করা হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলনে ফিরলো ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো

অনুশীলনে ফিরলো ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো

ম্যানচেস্টার সিটিতে বাড়ছে ডেভিড সিলভার চুক্তি

ম্যানচেস্টার সিটিতে বাড়ছে ডেভিড সিলভার চুক্তি

বাতিল হলো স্কটিশ প্রিমিয়ারশিপ, চ্যাম্পিয়ন সেল্টিক

বাতিল হলো স্কটিশ প্রিমিয়ারশিপ, চ্যাম্পিয়ন সেল্টিক

জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙালো বায়ার্ন

জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙালো বায়ার্ন