ম্যারাডোনাকে রেখে দিল জিমনেসিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৫ জুন ২০২০
ম্যারাডোনাকে রেখে দিল জিমনেসিয়া

ফাইল ফটো

আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়ার সাথে কোচ হিসেবে চুক্তি বৃদ্ধি করেছেন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের মৌসুমের শেষ পর্যন্ত তিনি জিমনেসিয়াতেই থাকবেন।

কিংবদন্তী, সাবেক খেলোয়াড় ও ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের অধিনায়ক ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে জিমনেসিয়া তাকে ‘ঈশ্বর হিসেবে অভিহিত করেছে। এ সম্পর্কে জিমনেসিয়া বলেছে, ‘আমাদের জন্য তুমি আরেকজন ত্রিপেরো এবং তোমার হৃদয়টা হচ্ছে আমাদের মতই নীল ও সাদা।’

২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম বিভাগে ধুকতে থাকা জিমনেসিয়ায় কোচ হিসেবে যোগ দেন ম্যারাডোনা। তার অধীনে ২০ ম্যাচে এখন পর্যন্ত সাতটিতে জয়, আটটিতে পরাজয় ও পাঁটতিতে ড্র করেছে জিমনেসিয়া।

গত বছরের নভেম্বরে কোচের পদ থেকে সড়ে দাঁড়ান ম্যারাডোনা। কিন্তু দুইদিন পরেই সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় ফিরে আসার ঘোষণা দেন। শেষ পর্যন্ত জিমনেসিয়া রেলিগেশন বাঁচাতে সক্ষম হয়েছে। করোনার কারণে ইতোমধ্যেই আর্জেন্টাইন ফেডারেশন মৌসুম শেষের সিদ্ধান্ত নিয়েছে।

অক্টোবরে ৬০ বছরে পা রাখতে যাওয়া ম্যারাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জিমনেসিয়ার ডাকনাম দিয়ে লিখেছেন, ‘আজ নেকড়ের জন্মদিন।’

জিমনেসিয়ার সাথে ম্যারাডোনার আগের চুক্তি আগস্টে শেষ হওয়ার কথা ছিল। তবে আর্জেন্টিনার অন্যতম পুরনো ক্লাবের ১৩৩তম জন্মদিনের দিনে সুপারস্টারের সাথে নতুন চুক্তির ঘোষণা দিল ক্লাবটি।

খেলোয়াড়ী জীবনের তুলনায় ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার খুব এক সমৃদ্ধ হয়নি। কোচ হিসেবে তার অধীনে আর্জেন্টিনা ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। কিন্তু তারপর থেকে তিনি জাতীয় দল ছেড়ে অপেক্ষাকৃত কম জনপ্রিয় সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব আল ফুজিরাহ ও মেক্সিকান দ্বিতীয় টায়ারের ক্লাব ডোরাডোসে যোগ দিয়ে নিজেকে মেলে ধরতে পারেননি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পর্তুগালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল!

পর্তুগালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল!

মাঠে ফেরার অপেক্ষায় এশিয়ান ফুটবল

মাঠে ফেরার অপেক্ষায় এশিয়ান ফুটবল

ইনজুরিতে মেসি, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

ইনজুরিতে মেসি, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

ফুটবলে শেষ হতে যাওয়া সবধরনের চুক্তি নিয়ে সমস্যা

ফুটবলে শেষ হতে যাওয়া সবধরনের চুক্তি নিয়ে সমস্যা