প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি বাংলাদেশ : আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি বাংলাদেশ : আশরাফুল

ভারতের কাছে ৯-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ হকি দল। বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকার মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেছেন, বড় আসরে খেলতে হলে যে পরিমাণ প্রস্তুতির প্রয়োজন তা পায়নি বাংলাদেশ।

তিনি বলেন, ‘এ প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আমারা খুব বেশি সময় পাইনি। ভারত ভালো দল। সবদিক থেকেই তারা আমাদের চেয়ে গোছালো। তারা বিশ্বের অন্যতম পরাশক্তি। সে হিসেবে তাদের বিপক্ষে আমরা যা খেলেছি, আমি বলব তা ঠিকেই আছে। আমাদের ভুলের কারণে কয়েকটা গোল বেশি হয়েছে। ভুলগুলো না হলে কয়েকটি গোল কম হতো।’

ভারত শক্তিশালী দল হলেও দলের মধ্যে বাড়তি চাপ ছিল না বলেও মন্তব্য করেন স্বাগতিক অধিনায়ক। তিনি বলেন, ‘ভারত খেলছে, এটা মাথায় রেখে আমরা নার্ভাস ছিলাম- বিষয়টা এমন না। আমরা অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলছি না। এ সময় তাদের খেলোয়াড়রা ৫০ থেকে ৭০টি আন্তর্জাাতিক ম্যাচ খেলেছে। এ অবস্থায় তাদের সাথে আমাদের তফাৎ থাকবে এটাই স্বাভাবিক। আমার মনে হয়, বাংলাদেশ নিজেদের জায়গায় আছে। অপরদিকে ভারত অনেকটাই এগিয়ে গেছে।’

ম্যাচ সেরা ভারতের দিলপ্রিত সিং বলেছেন, ‘প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে কৌশলে খেলেছি, তা বাংলাদেশের বিপক্ষেও অপরিবর্তিত ছিল। পার্থক্য হলো, কোরিয়ার বিপক্ষে আমরা অনেক ভুল করেছি। এ ম্যাচে ভুল কম হয়েছে। কোরিয়া ম্যাচের ভিডিও দেখে আমরা নিজেদের ভুল চিহ্নিত করেছি।’

বাংলাদেশ দলকে নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। কিন্তু আমার কাছে মনে হয়েছে, অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে তাদের মধ্যে জড়তা ছিল। ম্যাচের আগে আমাদের কেবল আক্রমণ করার কৌশলই ছিল না। রক্ষণ নিয়েও পরিকল্পনা ছিল। আমাদের রক্ষণ আস্থার সাথে খেলেছে।’

তিনি আরও বলেন, ‘শুরুর দিকে আমরা পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারছিলাম না। এ সময় বাংলাদেশ বেশ ভালো প্রতিরোধ গড়েছিল। এক পর্যায়ে কোচ তার কৌশল পরিবর্তন করেন। এতেই কাজ হয়েছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক বাংলাদেশ

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক বাংলাদেশ

হকির নতুন সভাপতি এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান

হকির নতুন সভাপতি এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান

লিগ শুরুর পূর্বে করোনার টিকা বাধ্যতামূলক করল হকি ফেডারেশন

লিগ শুরুর পূর্বে করোনার টিকা বাধ্যতামূলক করল হকি ফেডারেশন

মাঠে হকি ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

মাঠে হকি ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান