তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৫ জুন ২০২০
তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। এমন নির্মম হত্যার ভিডিও ভাইরাল হলে প্রতিবাদে ফেটে পড়ে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্ব।

ওই হত্যাকণ্ডের প্রতিবাদ জানিয়েছেন দু’বার ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামি। তবে এর মধ্যে পুরনো স্মৃতি খুঁজে পান স্যামি। তিনি জানান, ‘আইপিএল খেলার সময় তাকে ও শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে ‘কালু’ নামে ডাকা হতো। যা বর্ণবাদী আচরণ হিসেবে বিবেচিত।’

তিনি আরও বলেন, ‘যারা আমাকে ওই নামে ডাকতো, তাদের ক্ষমা চাইতে হবে।’ এ বিষয়ে কোন ছাড় দিতে রাজি নন স্যামি। তবে হঠাৎ করেই স্যামির মুখের সুর নরম হয়ে গেছে। যারা তাকে ‘কালু’ বলে ডাকতো, তাদের একজনের সাথে কথা হয়েছে স্যামির। সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।

স্যামি বলেন, ‘এক ক্রিকেটারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আমার। আমার ভাই (সতীর্র্থ) জানিয়েছে, ভালোবেসেই এই নামে আমাকে ডাকা হতো। অন্য কোন মানে ছিল না। আমি তার কথা বিশ্বাস করে নিয়েছি। তাই বিষয়টা আর নেগেটিভভাবে না ভেবে সবাইকে এ নিয়ে সচেতন করাই এবার আমাদের লক্ষ্য হবে।’

তিনি আরও বলেন, ‘সে এমন একজন, আমি নিশ্চিত যার কাছে এখনও আমার আর তার ড্রেসিং রুমের অনেক ছবি আছে, যেখানে আমি অটোগ্রাফ দিয়েছিলাম এবং লিখেছিলাম, ‘ব্রাদার্স ফর লাইফ। আমি তাকে এখনও তেমনই মনে করি। কেউ আমার বন্ধু হোক বা তাকে আমি ভাই হিসেবে দেখি, আমাদের উচিত এটি নিয়ে আলোচনা করা এবং আমরা করে যাব।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি গর্বিত : স্যামি

কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি গর্বিত : স্যামি

যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

আইপিএলে ‘কালু’ বলে ডাকতো স্যামিকে

আইপিএলে ‘কালু’ বলে ডাকতো স্যামিকে

বর্ণবাদের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বর্ণবাদের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স