মা হারালেন স্পিনার নাসুম আহমেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২২ জুন ২০২০
মা হারালেন স্পিনার নাসুম আহমেদ

বাবা দিবসে হঠাৎই দুঃসংবাদ বয়ে এলো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ স্পিনার নাসুম আহমেদের। অল্প সময়ের অসুস্থতায় না ফেরার দেশে চলে গেছেন নাসুমের মা। রোববার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে নাসুমের মায়ের বয়স হয়েছিল ৫২ বছর।

নাসুমের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির হয়ে গতবার খেলেছেন নাসুম। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘আমাদের প্রিয় ক্রিকেটার নাসুম আহমেদের মা ঠিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

নাসুমের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তার মা। এরপর সিলেট নগরীর রাগীব রাবেয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদ যোহর শহরের মানিকপীর টিলায় জানাজা শেষে সেখানেই নাসুমের মায়ের লাশ  দাফন করা হয়েছে।

ঘরোয়া দলের পরিচিত মুখ নাসুম আহমেদ জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। চলতি বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছিলেন তিনি। তবে মাঠে নামার সুযোগ পাননি তার।

জাতীয় দলে অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেন নাসুম। বাঁহাতি এ স্পিনার এখন পর্যন্ত ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩.২০ ইকোনমি রেটে শিকার করেছেন ৭৫ উইকেট।

বিপিএলের গত আসরে দারুণ বোলিং করেছিলেন ২৫ বছর বয়সী নাসুম। চট্টগ্রামের হয়ে ১৩ ম্যাচে ৭.২৬ ইকোনমি রেটে ৬ উইকেট শিকার করেন তিনি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৭ ম্যাচে ৪৫ উইকেট নিয়েছেন নাসুম। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি ম্যাচে ১৭ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিকেএসপির অনলাইন সভায় সাকিব-মুশফিক

বিকেএসপির অনলাইন সভায় সাকিব-মুশফিক

দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা আর নেই

দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা আর নেই

নিজ জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নিগার সুলতানা

নিজ জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নিগার সুলতানা

নাফিস ইকবাল করোনা আক্রান্ত

নাফিস ইকবাল করোনা আক্রান্ত