চট্টগ্রামেও বর্ণ বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
চট্টগ্রামেও বর্ণ বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে মাঠে হাঁটু গেড়ে বসে বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল দুই দল। এবার টেস্ট সিরিজ শুরুর আগেও মাঠে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানানো হলো।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে মাঠে বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেটে দলের সদস্য এবং আম্পায়াররাও মাঠে হাঁটু গেড়ে বসে এক হাত উপরে তুলে বিশ্বব্যাপী বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

২০২০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে বিশ্বজুড়ে বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র আকার ধারন করে। কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট মাঠ থেকেও এর প্রতিবাদ হয়েছে।

গত ২০ জানুয়ারি (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে প্রতিবাদ জানিয়ে সেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ দলে সাথে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও প্রতিবাদ জানায়।

ওয়ানডে সিরিজের পর এবার টেস্ট সিরিজ শুরু আগও বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানালো ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ক্রিকেট দল।

করোনা মহামারীর কারণে গত বছর মার্চ থেকে বন্ধ ছিল ক্রিকেট। তবে মহামারীর মধ্যেও গত ৮ জুলাই মাঠে আবারও ক্রিকেট ফিরে। সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানেই প্রথম মাঠে ‘ব্ল্যাক লাইভস মেটার’ স্লোগান নিয়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অতীত ভুলে নতুনে মনোযোগী মমিনুল

অতীত ভুলে নতুনে মনোযোগী মমিনুল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্ট অর্জনের সুযোগ বাংলাদেশের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্ট অর্জনের সুযোগ বাংলাদেশের

বর্ণবাদের প্রতিবাদ করে গর্বিত এমবাপেরা

বর্ণবাদের প্রতিবাদ করে গর্বিত এমবাপেরা

ব্যাটে ঝড় তুলে পান্ডিয়ার বর্ণবাদ বিরোধী বার্তা

ব্যাটে ঝড় তুলে পান্ডিয়ার বর্ণবাদ বিরোধী বার্তা