ভ্যাকসিন নিয়ে ইমরান জানতে পারলেন নিজেই করোনা পজেটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৯ এএম, ২১ মার্চ ২০২১
ভ্যাকসিন নিয়ে ইমরান জানতে পারলেন নিজেই করোনা পজেটিভ

বিশ্বকাপ জয়ী পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের শরীরে কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দু’দিন আগেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৬৮-বছর বয়স্ক প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ পজিটিভ বলে টেস্টে ধরা পড়েছে এবং তিনি এখন তার বাসভবনে আইসোলেশনে আছেন। মাত্র দু’দিন আগে ইমরান খান করোনাভাইরাস-প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

ভ্যাকসিন নিলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষমতা তৈরি হয়। তবে এই ইমিউনিটি বা সুরক্ষা তৈরি হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে। ফলে ভ্যাকসিন নেওয়ার পরও কয়েক সপ্তাহের মধ্যে যে কেউ সংক্রমিত হতে পারেন। ইমরান খানের বেলাতেও সেই ঘটনায় ঘটেছে বলে বলা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টারর্স বলছে, ইমরান খান গত কয়েকদিন নিয়মিত সভা করেছেন। এর মধ্যে একটি রাজধানী ইসলামাবাদে একটি নিরাপত্তা সম্মেলনও ছিল। যেখেনে অনেক লোকের সমাগম ছিল।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খান বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ১৯৯২ সালে ইমরান খানের অধিনায়কত্বের ওপর ভর করেই একমাত্র বিশ্বকাপ ট্রফি অর্জনের স্বাদ পায় পাকিস্তান। দেশটির সাবেক এই ক্রিকেট অধিনায়ক ২০১৮ সালের আগস্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় ক্রিকেটের প্রশংসায় ইমরান খান

ভারতীয় ক্রিকেটের প্রশংসায় ইমরান খান

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই : ইমরান খান

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই : ইমরান খান

ইমরানের নেতৃত্বে টেন্ডুলকার-সোবার্সদের সাথে মুশফিক

ইমরানের নেতৃত্বে টেন্ডুলকার-সোবার্সদের সাথে মুশফিক

৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তিতে পাকিস্তান, কাকতলীয় নাকি অন্যকিছু?

৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তিতে পাকিস্তান, কাকতলীয় নাকি অন্যকিছু?