পারলেন না রোমান সানারা, ফাইনালে স্বপ্নভঙ বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৪ মে ২০২১
পারলেন না রোমান সানারা, ফাইনালে স্বপ্নভঙ বাংলাদেশের

নেদারল্যান্ডসের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের।  আর্চারি বিশ্বকাপে ডাচদের কাছে হেরে স্বর্ণ জেতা হল না বাংলাদেশের। ফাইনালে ফন ডেব বার্গ ও ক্লোসার গ্যাব্রিয়েলা জুটির কাছেই মূলত হেরে যায় বাংলাদেশ রোমান সানা ও দিয়া সিদ্দিকি। 

সুইজারল্যান্ডে লুসানে অনুষ্ঠিত ফাইনালে  ৩-১ সেটে হারে দেশসেরা দুই আর্চার। ৯-৮, ১০-৮, ৮-৯, ১০-৯ ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ।

রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে উঠতে বাংলাদেশকে কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে। সেমিফাইনালে শক্তিশালী কানাডাকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ। প্রথম দুই সেটে তারা জেতে যথাক্রমে ৩৭-৩২ ও ৪০-৩৭ ব্যবধানে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৭-৩৬ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ সেট ৩৫-৩৫ ব্যবধানে টাই হওয়ায় ইতিহাস গড়ে বাংলাদেশ উঠে যায় ফাইনালে।

ফাইনালে হারা দুই আর্চারকে দেশে ফিরতে হবে রোপ্য পদক নিয়ে। এটাই আর্চারিতে দেশের সেরা সাফল্য। আগের সেরা সাফল্যটি ছিল ২০১৯ সালে রোমান সানার ব্রোঞ্জ জয়।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে থেকে ফিরেই বোর্ডের সাথে বসবেন লঙ্কান ক্রিকেটাররা

বাংলাদেশে থেকে ফিরেই বোর্ডের সাথে বসবেন লঙ্কান ক্রিকেটাররা

ব্যর্থতার বৃত্তেই লিটন

ব্যর্থতার বৃত্তেই লিটন

মাঠে বসে ভিডিও কলে সুয়ারেজের কান্না, নেট দুনিয়ায় ভাইরাল

মাঠে বসে ভিডিও কলে সুয়ারেজের কান্না, নেট দুনিয়ায় ভাইরাল

ভুল চিকিৎসায় মৃত্যু ম্যারাদোনার

ভুল চিকিৎসায় মৃত্যু ম্যারাদোনার