বর্ণবাদী বক্তব্য দিয়ে বরখাস্ত গ্রিক ধারাভাষ্যকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৮ জুলাই ২০২১
বর্ণবাদী বক্তব্য দিয়ে বরখাস্ত গ্রিক ধারাভাষ্যকার

গ্রীসের ধারাভাষ্যকার দ্বারা বর্ণবাদের শিকার হওয়া দক্ষিণ কোরিয়ার জেউং ইয়ং-সিক

বর্ণবাদী আচরণের  বিরুদ্ধে সবসময়ই সতর্ক আয়োজকরা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, দর্শকদের দ্বারাই বর্ণবাদের শিকার হন অ্যাথলেটরা। তবে, এবারের অলিম্পিকে ভিন্ন কিছুই ঘটলো। দক্ষিণ কোরিয়ার এক অ্যাথলেট বর্ণবাদের শিকার হলেন, তাও আবার ধারাভাষ্যকারের মাধ্যমে। 

দক্ষিণ কোরিয়ান টেবিল টেনিস খেলোয়াড়কে নিয়ে অন এয়ারে মন্তব্য করেন গ্রীসের এক ক্রীড়া সাংবাদিক। গ্রিকের ওই টিভি চ্যানেলের চোখে যা ছিল বর্ণবাদী। আর সেজন্য ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে সেই ধারাভাষ্যকারকে। 

ইআরটি টেলিভিশন বলেছে, পুরুষদের টেবিল টেনিসে গ্রিসের প্যানাগিওটিস জিওনিসকে হারানোর পর জেউং ইয়ং-সিককে নিয়ে মন্তব্য করেন অভিজ্ঞ ধারাভাষ্যকার দিমোসথেনিস কারমিরিস।   

দক্ষিণ কোরিয়ার ওই খেলোয়াড়ের প্রসঙ্গে বলতে গিয়ে ওই ধারাভাষ্যকার বলেন, 'তাদের চোখগুলো এত ছোট যে আমি বুঝতে পারি না, তারপরও তারা কীভাবে এদিক-ওদিক ছুটতে থাকা বলগুলো দেখতে পায়।' 

ধারাভাষ্যকার দিমোসথেনিস কারমিরিসের এমন মন্তব্যের পরই এক বিবৃতি প্রদান করে ইআরটি। সেখানে তারা লিখেন, 'রাষ্ট্রীয় টেলিভিশনে বর্ণবাদী মন্তব্যের কোনও জায়গা নেই। ইআরটি ও দিমোসথেনিস কারিমিস ও ইআরটির সম্পর্ক মর্নিং শর পর থেকেই বিচ্ছিন্ন করা হলো।' 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই  : রোমান সানা

২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই : রোমান সানা

অলিম্পিকের অ্যান্টি-সেক্স বেড ‘ভাঙলেন’ ইসরায়েলের অ্যাথলেটরা

অলিম্পিকের অ্যান্টি-সেক্স বেড ‘ভাঙলেন’ ইসরায়েলের অ্যাথলেটরা

খেলাধুলায় আরও পাকিস্তানি মেয়েদের দেখতে চান মালালা

খেলাধুলায় আরও পাকিস্তানি মেয়েদের দেখতে চান মালালা

অলিম্পিক ইতিহাসে বারমুডার প্রথম স্বর্ণ

অলিম্পিক ইতিহাসে বারমুডার প্রথম স্বর্ণ