সাবেক সভাপতি মুজিবর রহমানের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৯ জুলাই ২০২১
সাবেক সভাপতি মুজিবর রহমানের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম টিম ম্যানেজার কমোডর মুজিবর রহমান সিজার আর নেই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ব্যক্তিজীবনে মুজিবর রহমান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা। ৫০-এর দশকে ক্রিকেট মাঠেও তার বেশ দাপট ছিল। দেশের ক্রিকেট পাড়ায় ছিল তার অবাধ যাতায়াত। ক্রিকেট অঙ্গনে তার পরিচিতি ছিল ‘সিজার ভাই’। এ নামেই তিনি পরিচিত হয়েছিলেন।

বেশ কয়েকবছর ধরেই কানাডায় প্রবাস জীবন অতিবাহিত করছিলেন কমোডর মুজিবর রহমান। ৮৪ বছর বয়সী মুজিবর রহমান বার্ধক্যজনিত কারণেই শেষ ত্যাগ করেছেন।

১৯৭৯ সালে প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে ইংল্যান্ড সফর করেছিলেন তিনি। এছাড়াও ১৯৮১ সালের ২৮ সেপ্টেম্বর থীক ১৯৮৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন মুজিবর রহমান।

২০০৩ বিশ্বকাপের বাংলাদেশ দলের ব্যর্থতা অনুসন্ধান এবং কারণ খুঁজে বের করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সে কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন মুজিবর রহমান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বৃহস্পতিবার (২৯ জুলাই) মুজিবর রহমানের প্রতি শোক প্রকাশ করে বিসিবির পতাকা অর্ধনমিত রাখা হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুইডেন জাতীয় ক্রিকেট দলে এক বাংলাদেশি

সুইডেন জাতীয় ক্রিকেট দলে এক বাংলাদেশি

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

‘সেফ দ্য মিশন’ হিসেবে টোকিও অলিম্পিকে সাতক্ষীরার বশির আহম্মদ

‘সেফ দ্য মিশন’ হিসেবে টোকিও অলিম্পিকে সাতক্ষীরার বশির আহম্মদ

অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন

অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন