টাইগারদের বিশ্বকাপ জার্সি আড়ংয়ে, দাম এক হাজার থেকে ১৪শ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ১২ অক্টোবর ২০২১
টাইগারদের বিশ্বকাপ জার্সি আড়ংয়ে, দাম এক হাজার থেকে ১৪শ’

আনুষ্ঠানিকভবে উন্মোচিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি। বিশ্বকাপে খেলতে টাইগাররা দেশ ছাড়ার এক সপ্তাহ পর সোমবার (১১ অক্টোবর) ঢাকা একটি হোটেলে এ জার্সি উন্মোচন করা হয়। একই সঙ্গে টাইগার ভক্তরা কোথা থেকে বিশ্বকাপের অফিসিয়াল জার্সি সংগ্রহ করতে পারবেন -সেই তথ্যও জানানো হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পন্সর দারাজ হলেও বিশ্বকাপ জার্সির বিক্রির স্বত্ত্ব পেয়েছে দেশের হস্ত ও কারুশিল্প ব্যবসায় প্রতিষ্ঠান আড়ং। দেশের জনপ্রিয় এ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিটি আউটলেট ও অনলাইনে অর্ডার দিয়ে সংগ্রহ করা যাবে বিশ্বকাপের জার্সি।

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল দুটি ডিজাইনের জার্সি পড়ে মাঠে নামবে। দুটি জার্সিই আড়ংয়ের আউটলেটে পাওয়া যাবে। বড়দের জার্সির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪শ’ টাকা এবং ছোটদের জার্সি পেতে মূল্য পরিশোধ করতে হবে এক হাজার টাকা।

আড়ং থেকে জানানো হয়, বিশ্বকাপে বাংলাদেশের জার্সি তৈরি করা হয়েছে প্লাস্টিক বর্জ্য থেকে। যেখানে জার্সির সামনে রিসাইকেল জ্যাকার্ড ফেব্রিক নামে পরিচিত সুতো ব্যবহার করা হয়েছে। জার্সির সামনে ও পেছনের অংশ আলাদা। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফেব্রিক থেকে। যার ফলে বাতাস আসা-যাওয়ার (এয়ার সার্কুলেশন) করতে পারবে।
sportsmail24
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি বিক্রির একমাত্র অনুমোদিত বিক্রেতা আড়ং উল্লেখ করে আরও বলা হয়, বুধবার (১৩ অক্টোবর) থেকে আড়ংয়ের আউটলেটে জার্সি পাওয়া যাবে। তার আগে সোমবার (১১ অক্টোবর) থেকেই অনলাইনে প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও টাইগারদের জার্সি পাওয়া ব্যবস্থা করেছে আড়ং। ঢাকার মাঝে ১৬ অক্টোবর, ঢাকার বাইরে ১৮ অক্টোরব এবং দেশের বাইরে ২১ অক্টোবর থেকে জার্সি হাতে পাওয়া যাবে। বলা হয়, জাতীয় দলের জার্সি বিক্রির আয় থেকে ব্র্যাকের উন্নয়নে ব্যয় করা হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্লাস্টিক বর্জ্য থেকে টাইগারদের বিশ্বকাপ জার্সি

প্লাস্টিক বর্জ্য থেকে টাইগারদের বিশ্বকাপ জার্সি

আইসিসির চোখে সাকিবসহ বিশ্বকাপে সেরা ৯ তারকা

আইসিসির চোখে সাকিবসহ বিশ্বকাপে সেরা ৯ তারকা

বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী

ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী