সাকিবকে নিয়ে বায়োপিক বানাবেন সৃজিত, ঘুরে গেলেন শের-ই-বাংলার প্রেসবক্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
সাকিবকে নিয়ে বায়োপিক বানাবেন সৃজিত, ঘুরে গেলেন শের-ই-বাংলার প্রেসবক্স

ভারতীয় সিনেমায় শুরু হয়েছে বায়োপিক বানানোর ধুম। মহেন্দ্র সিং ধোনি- মিলখা সিংয়ের মতো তারকাদের জীবনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার সাকিব আল হাসানের জীবনী নিয়ে বায়োপিক বানাতে চান ওপার বাংলার চিত্র পরিচালক সৃজিত মুখার্জি।

সম্প্রতি ভারতীয় নারী ক্রিকেটার মিথিলা রাজকে নিয়ে বায়োপিকের নির্দেশনা দিয়েছেন সৃজিত মুখার্জি। হয়তো এরই ধারাবাহিকতায় সাকিবের বায়োপিক বানাতে আগ্রহ প্রকাশ করলেন সৃজিত। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা টেস্টের শেষ দিনে মিরপুরে খেলা দেখতে আসেন সৃজিত মুখার্জি এবং মিথিলা।  ঘুরে যান মিরপুর শেল-ই-বাংলার প্রেসবক্সও। কথা বলেন ক্রীড়া সাংবাদিকদের সাথে।

সৃজিত বলেন, ‘যদি সুযোগ আসে, তাহলে সাকিবের জীবনী নিয়ে ছবি বানাতে চাই। সে আসলেই দারুণ ক্রিকেটার। আজকেও দুর্দান্ত সব কাভার ড্রাইভ করেছেন তিনি। সত্যিই অসাধারণ।’ সৃজিত এসব কথা বলার সময় স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও উপস্থিত ছিলেন।

শুধু সাকিব নয়, বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে নিয়েও বায়োপিক নির্মাণের কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন সৃজিত মুখার্জি। তবে কবে নাগাদ এ দুই সিনেমা নিয়ে কাজ শুরু করবেন সেটা জানাননি তিনি।

সৃজিত মুখার্জি মূলত আলোচনায় আসেন তার প্রথম সিনেমা আটোগ্রাফ দিয়ে। এছাড়াও বাইশে শ্রাবণ, জুলফিকার, ভিঞ্চি দার মতো সিনেমাও নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

শুধু ওপার বাংলার সিনেমা নির্মাতা নয় বাংলাদেশে তার আরও একটি পরিচয় আছে। তিনি বাংলাদেশি অভিনেত্রী মিথিলার স্বামী। সে হিসেবে বাংলাদেশে জামাই সৃজিত মুখার্জি। শ্বশুড় বাড়ি এসেই মিরপুরে ঢুঁ মেরেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সিরিজে সাকিব বদলি ফজলে রাব্বি

নিউজিল্যান্ড সিরিজে সাকিব বদলি ফজলে রাব্বি

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি