বিশ্বকাপ দেখার জন্য আর্জেন্টিনার জেলে অনশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ পিএম, ১৩ জুন ২০১৮
বিশ্বকাপ দেখার জন্য আর্জেন্টিনার জেলে অনশন

দীর্ঘ চার পর আবারও শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের এ ঝড়ে কাপছে গোটা বিশ্ব। সেখানে বন্দিরাই বা বাদ যাবে কেন? তাও আবার খোদ আর্জেন্টিনায়। হ্যাঁ, রাশিয়ায় শুরু হওয়া ফিফা বিশ্বকাপ দেখার জন্য দেশটির একটি কারাগারে টেলিভিশন ক্যাবল সিস্টেম সংস্কারের দাবিতে অনশন শুরু করেছেন কয়েদিরা।

বুয়েন্স আয়ার্সের ৮শ’ মাইল দক্ষিণে পুয়ের্তো ম্যাড্রিন কারাগারের ৯ করাবন্দীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাবল টেলিভিশন তাদের স্বাধীনতা বঞ্চিত প্রত্যেকের জন্য একটি অপরিহার্য অধিকার।’ কারাবন্দীরা লিখেছেন, ‘গত তিন দিন যাবত এটা কাজ করছে না এবং এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা কেউ কোন প্রকার খাদ্য গ্রহণ করবে না।’

বন্দীদের এটা অধিকার দাবি করে একটি আইনগত মামলাও করেছেন। কারাগার এলাকায় থাকা ক্যবল সিস্টেমটি সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ার পর তা সংস্কার করা হয়নি।

শনিবার (১৫ জুন) মস্কোতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। এর আগে আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুন) স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২১তম ফিফা বিশ্বকাপ।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের একদিন আগে স্পেন কোচ জুলিয়ান লোপেতেগুই বহিষ্কার

বিশ্বকাপের একদিন আগে স্পেন কোচ জুলিয়ান লোপেতেগুই বহিষ্কার

সেই রেকর্ডে ভাগ বসাবে কি জার্মানি?

সেই রেকর্ডে ভাগ বসাবে কি জার্মানি?

জ্যোতিকে নাগরিক সংবর্ধনা দেবে শেরপুর

জ্যোতিকে নাগরিক সংবর্ধনা দেবে শেরপুর

রাশিয়া বিশ্বকাপে ভাঙতে পারে ১০টি রেকর্ড

রাশিয়া বিশ্বকাপে ভাঙতে পারে ১০টি রেকর্ড