টানা তৃতীয় মেয়াদে স্প্রিন্ট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৩ আগস্ট ২০২২
টানা তৃতীয় মেয়াদে স্প্রিন্ট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

টানা তৃতীয়বারের মতো স্প্রিন্ট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সোমবার (১ আগস্ট) এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অফিসে প্রতিষ্ঠানটির হাই অফিসিয়ালদের সাথে নতুন করে চুক্তি স্বাক্ষর করেন তিনি।

স্প্রিন্ট, এপেক্সের অ্যাথলিজার ব্র্যান্ড, যা এক্টিভ লাইফস্টাইলকে প্রমোট করে এবং দৈনন্দিন জীবনে ফিটনেস এবং পারফরম্যান্সকে প্রমোট করে। এপেক্স বিশ্বাস করে, স্প্রিন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জামাল ভূইয়ার এ অসাধারণ যাত্রা অব্যাহত থাকবে এবং ধারাবাহিক কাজের মাধ্যমে স্প্রিন্ট আরও উচ্চতা অর্জন করবে।
sportsmail24
এপেক্স তথা স্প্রিন্ট-এর সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধির করায় অধিনায়ক জামাল ভূঁইয়াও আনন্দিত। চুক্তির বৃদ্ধির বিষয়টি স্যোশাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করে জামাল ভূঁইয়া লিখেছেন, ‍“এপেক্স তথা স্প্রিন্ট-এর সাথে আমার চুক্তির মেয়ার বৃদ্ধির করতে পেরে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ এবং এপেক্সের হেড অব মার্কেটিং সাগ্নিক গুহ উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

তবুও এগিয়ে যেতে হবে, এটাই জীবন : জামাল ভূঁইয়া

তবুও এগিয়ে যেতে হবে, এটাই জীবন : জামাল ভূঁইয়া

বাংলাদেশ ফুটবলে খেলার স্বপ্ন দেখেন কানাডা প্রবাসী তাহসিন

বাংলাদেশ ফুটবলে খেলার স্বপ্ন দেখেন কানাডা প্রবাসী তাহসিন

কোপা-ইউরো থেকে দেশের ফুটবলাররা কিছু শিখেছে : আশা বাফুফে সভাপতির

কোপা-ইউরো থেকে দেশের ফুটবলাররা কিছু শিখেছে : আশা বাফুফে সভাপতির

জেমি ডে’র প্রাথমিক শর্ত পূরণ করলো এলিটা

জেমি ডে’র প্রাথমিক শর্ত পূরণ করলো এলিটা