এমন নিশংস হত্যাকাণ্ড পৃথিবীর আর কোথাও হয়নি: পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৫ আগস্ট ২০২২
এমন নিশংস হত্যাকাণ্ড পৃথিবীর আর কোথাও হয়নি: পাপন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা গভীর শ্রদ্ধার সাথে দিনটিকে স্মরণ করেন। এছাড়া সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়। যা দেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হিসেবে বিবেচিত।

বিসিবিতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সর্বশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। দুপুরে সংবাদ মাধ্যমে কথা বললেও শোক দিবসের বাইরে কোনো কথা বলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‍“আসলে আজকের দিনে কথা বলাটা খুব কঠিন। আপানারা জানেন, অনেক হত্যাকাণ্ড হয়েছে, ২১ আগস্টের হত্যাকাণ্ডে আমার আম্মাও মারা গেছেন, কিন্তু ১৫ আগস্টের সাথে কোনোটারি তুলনা করার প্রশ্নই ওঠে না। ১৫ আগস্ট পৃথিবীর জঘন্নতম হত্যাকাণ্ড। নিশংসতার দিক দিয়ে বলেন, বর্বরতার দিক দিয়ে বলেন, ছোট রাসেল থেকে শুরু করে যারা নাকি অন্তঃসত্ত্বাও ছিলেন -কাউকেও তারা বাদ দেয়নি।”

নাজমুল হাসান পাপন বলেন, “এমন জঘন্নতম ও নিশংস হত্যাকাণ্ড আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও হয়নি। এটার সাথে কারো তুলনা হয় না, এটা নিয়ে আর লার কিছু নেই। কষ্ট আর দুঃখ একটাই লাগে যখন, সারা প্রথিবীতে মানবাধিকার সংগঠনগুলো কত সোচ্চার, কিন্তু ওদেরকে তখন কোনো কিছু করতে দেখি নাই। মনে হয়, তারা তখন কোথায় ছিল!”
sportsmail24

তিনি আরও বলেন, “অনেক... নাটক দেখছি। কিন্তু এসব নাটক আমাদেরকে কষ্ট’ই দেয়, কোনো আশার আলো দেখায় না। একটা জিনিস আমি দৃঢভাবে বিশ্বাস করি, তখন যদি তারা (ইউরোপ-আমেরিকা) সোচ্চার হত, বিন্দুমাত্র যদি সোচ্চার হত তাহলে আজকে অনেক কিছুই হয়তো হত না। তখন তারা নীরব থাকার জন্যই আজ-কাল অনেক কিছু হচ্ছে।”

তবে দেশের নতুন প্রজন্ম নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি। বলেন, “আমি আশা করি মানুষ এখন বুঝতে শিখেছে, বাংলাদেশের মানুষ এখন বোকা না। এ হত্যার প্রতিবাদ তারা এখন অবশ্যই করবে, বিশেষ করে নতুর প্রজন্ম।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

তামিমের টি-টোয়েন্টি অবসর: আগেই জানতেন বিসিবি সভাপতি

তামিমের টি-টোয়েন্টি অবসর: আগেই জানতেন বিসিবি সভাপতি

বিপিএলের তিন আসরের তারিখ চূড়ান্ত

বিপিএলের তিন আসরের তারিখ চূড়ান্ত