‘ক্লাসমেট থেকে গেমমেট, অবশেষে আত্মার বন্ধু’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২

ক্রিকেটের ইনিংস খুব একটা ভালো যাচ্ছে না যুব বিশ্বকাপজয়ী দলের সমস্য শামীম হোসেন পাটোয়ারীর। হঠাৎ করে জাতীয় দলে ডাক পেয়ে হতে পারেননি নিয়মিত। এবার জীবনের নতুন ইনিংস শুরু করছেন এই টাইগার ক্রিকেটার। নিজের ক্লাসমেট এবং বন্ধুকে বিয়ে করেছেন শামীম পাটোয়ারী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বউয়ের সাথে বিয়ের ছবি প্রকাশ করেছেন শামীম পাটোয়ারী। সেখানেই তিনি জানান, দীর্ঘদিনের সহপাঠীর সাথে নতুন জীবন শুরু করছেন। একই সাথে সবার কাছে দোয়া চেয়েছেন শামীম পটোয়ারী।
sportsmail24
সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম পাটোয়ারী লিখেন, “ক্লাসমেট থেকে গেমমেট এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আমাদের জন্য আপনাদের প্রার্থনা করবেন।”

শামীম পাটোয়ারীর নতুন জীবনের পোস্টের নিচে ভক্ত-সমর্থকরা শুভেচ্ছা জানিয়ে কমেন্টস করছেন। এছাড়া বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারও শামীমকে শুভেচ্ছা জানিয়েছে। এক বার্তায় তারা লিখেছে, “আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দু’জনকেই অভিনন্দন।”
sportsmail24
গত বছর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান তরুণ ক্রিকেটার শামীম হোসের পাটোয়ারী। তবে জাতীয় দলে সুযোগ পেয়ে একটি ম্যাচ ভালো করলেও বাকি ম্যাচগুলোতে হতাশ করেছেন এই টাইগার ব্যাটার। ফলে টিম ম্যানেজমেন্ট তাকে আর বিবেচনায় রাখেননি।
sportsmail24

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শামীম পাটোয়ারীর মোট রান ১২৪ রান। যেখানে ১১১.৭ স্ট্রাইকরেটে গড় রান ১৫.৫। তবে জাতীয় দল থেকে বাদ পড়লেও ফেরার লড়াইয়ে রয়েছেন তিনি। ২২ বছর বয়সী এই টাইগার ব্যাটার চালিয়ে যাচ্ছেন নিজের অনুশীলন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

ঢাকা লিগে সেঞ্চুরির দেখা পেলেন শামীম পাটোয়ারী

ঢাকা লিগে সেঞ্চুরির দেখা পেলেন শামীম পাটোয়ারী

নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম পাটোয়ারী

নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম পাটোয়ারী

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা