১৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পেলেন স্বর্ণজয়ী ইমরানুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
১৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পেলেন স্বর্ণজয়ী ইমরানুর

১০ম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয়ী বাংলাদেশী স্প্রিন্টার ইমরানুর রহমানকে আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ শেখ কামাল মিলনায়তনে ইমরানুরকে দেওয়া সবংর্ধনা অনুষ্ঠানে অ্যাথলেটিকস ফেডারেশন ১৫ লাখ টাকার চেক তুলে দেয়।

স্বর্ণজয়ী ইমরানুরকে অ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা এবং এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া এনআরবি কর্মাশিয়াল ব্যাংক অ্যাথলেটিকসের উন্নয়নের লক্ষ্যে ৫ লাখ টাকার চেক ফেডারেশনকে প্রদান করে।

সংবর্ধনা ও আর্থিক পুরস্কার পেয়ে ইমরানুর রহমান বেশ আনন্দিত হয়েছেন। তিনি বলেন, “সবাইকে ধন্যবাদ। দেশের বাইরে লাল সবুজের পতাকা ওড়াতে পেরে আমি আনন্দিত। সামনেও সাফল্য পেতে চাই, যা নতুন প্রজন্মের সামনে অনুপ্রেরণা হতে পারে।”

গত ১১ ফেব্রুয়ারি কাজাখাস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরানুর। প্রথম বাংলাদেশি হিসাবে এশিয়ান পর্যায়ে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ও সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক ফারুকুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

স্প্রিন্টার ইমরানুরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্প্রিন্টার ইমরানুরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুরকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুরকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর

স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর