১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে: পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১১ জুন ২০২৪
১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে: পাপন

দ্বিতীয় ধাপে সারাদেশে উপজেলা পর্যায়ে ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদে সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তফা আলমের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এ তথ্য জানান।

নাজমুল হাসান পাপন বলেন, “প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ এখন ১৮৬টি উপজেলায় চলছে। পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের জুন মাসে প্রথম পর্যায়ের প্রকল্পের আওতায় ‘উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ’-এর আওতায় ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।”

দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন।



শেয়ার করুন :