কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভোট দিতে পারবেন আপনিও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৭ মার্চ ২০১৯
কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভোট দিতে পারবেন আপনিও

আবারও শুরু হয়েছে কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৮-এ ভোট দিয়ে আপনিও নির্বাচন করতে পারবেন আপনার প্রিয় খেলোয়াড়।

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুরস্কার শুরু হয়েছিল ১৯৬৪ সালে। গত কয়েক বছর ধরে বিএসপিএ অ্যাওয়ার্ডের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে ‘কুল বিএসপিএ অ্যাওয়ার্ড’।

এবারও থাকছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড, যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেওয়া হবে সেরা ক্রীড়াবিদকে। ভোটের তালিকায় রাখা হয়েছেন- টাইগার ওপেনার তামিম ইকবাল, টাইগারদের উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম, শুটার আবদুল্লাহ হেল বাকি এবং আইসিসির বর্ষসেরা স্মারক পাওয়া বাংলাদেশের জনপ্রিয় নারী ক্রিকেটার রুমানা আহমেদ।

ভোটিং চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ পাবেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। এছাড়া ভোটদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। সৌভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড সরাসরি দেখার সুযোগ বা কুলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।

একজন ভোটার যতখুশি তার পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। bspa.com.bd -এ সাইট ভিজিট করে ভোট দিতে হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

রিক্সাওয়ালার গায়ে নিজের নামের জার্সি দেখে আবেগে আপ্লুত মুশফিক

রিক্সাওয়ালার গায়ে নিজের নামের জার্সি দেখে আবেগে আপ্লুত মুশফিক

আইপিএলে নিম্নমানের পিচ নিয়ে বিতর্ক

আইপিএলে নিম্নমানের পিচ নিয়ে বিতর্ক

মেয়ে আলাইনাকে নিয়ে সাকিবকে সানরাইজার্সের সারপ্রাইজ

মেয়ে আলাইনাকে নিয়ে সাকিবকে সানরাইজার্সের সারপ্রাইজ