আপনার ঘরের ক্যাপ্টেন আপনি : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৩ মার্চ ২০২০
আপনার ঘরের ক্যাপ্টেন আপনি : মাশরাফি

প্রাণঘাতী করোনাভাইরাস এখন বিশ্বের ন্যায় বাংলাদেশেও দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধ করা হয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, লেখাধুলা; এমনকি সরকারিভাবে টানা ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণাও করা হয়েছে।

বাংলাদেশের প্রাণঘাতি এ করোনাভাইরাস সাধারণত ছড়িয়েছে প্রবাসীদের মাধ্যমে। বিদেশ থেকে দেশে আসার পর নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও অনেকে তা না মানায় ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ দলের সদ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রবাসীদের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন। তিনি বলেন, আপনারা প্রত্যেকেই আপনার ঘরের ক্যাপ্টেন। আপনি যদি আপনার ঘরের ক্যাপ্টেন্সি ঠিক মতো করতে পারেন তাহলে আমরা কিছুটা হলেও এ ভাইরাস ছড়িয়ে পড়া কমাতে পারবো।

সোমবার (২৩ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক ভিডিও বার্তায় মাশরাফি এ অনুরোধ করেন। তিনি বলেন, ‘সবাই ভালো আছেন, আসলে এ কথাটা বলা ঠিক কি না; কারণ সবাই আসলে মানসিকভাবে বিপর্যস্ত। তারপর কথা বলতে হবে।’

মাশরাফি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে সবাই আতঙ্কি, আতঙ্কিত না হওয়ারও কোন কারণ নেই। পৃথিবীর বড় বড় দেশগুলো এখন বিপর্যস্ত, তারা কোনভাবেই পেরে উঠতে পারছে না। আমাদের দেশটা (বাংলাদেশ) অনেক ছোট, মানুষের সংখ্যা অনেক বেশি। আমাদের যদি এমন ক্রাইসিস আসে ‘আল্লাহ না করুক’ আমাদের কি হবে তা সবাই বুঝতে পারছি।’

তিনি বলেন, এ মুহূর্তে অনেকগুলো করণীয় আছে যা আমাদের সবারই করা উচিত। এক নম্বর হলো- ঘরে বসে আল্লাহকে ডাকা, নামাজ পড়া, আল্লাহর কাছে রহমত চাওয়া। দুই. অবশ্যই অবশ্যই প্রবাসী ভাই-বোনেরা যারা দেশে আসছেন, আপনাদের অনেক কিছু করার আছে। প্রথমত, নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলা। গৃহবন্দী (কোয়ারেন্টিন) থাকা।’

বিদেশ থেকে দেশে ফেরাদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘গৃহবন্দী (কোয়ারেন্টিন) অবশ্যই থাকা, পরিবার নিয়ে না, একা। এবং এ ১৪ দিন পর আপনি যদি নিজেকে সুস্থ মনে করে বা ডাক্তাররা যদি বলে আপনি সেফ, তাহলে আপনি সবার সাথে মিশবেন। এটা অবশ্যই করবেন।’

বর্তমান পরিস্থিতি থেকে আরও খারাপ হলে তখন আর কোন সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে মাশরাফি। তিনি বলেন, ‘এর থেকে আরও কঠিন অবস্থায় যাওয়ার পর মানলেও তখন আর... কোন সুযোগ আর পাব না। আমাদের উচিৎ এখন থেকেই এ জিনিসটাতে শক্ত হাতে প্রতিহত করা। কারণ, এটা একটা রাষ্ট্রীয় ক্রাইসিস হয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘আমরা কেউ জানি না কার কাছে আছে। আমরা কার হাত ধরছি, কি করছি। আমরা কেউ জানি না আসলে এ ভাইরাসটা কে নিয়ে চলছে। আপনার বুঝতেই ১৪ দিন সময় লেগে যাবে। বিষয়টি গভীরভাবে চিন্তার করার ব্যাপার।’

মাশরাফি বলেন, ‘একটা কথা মনে রাখবেন যে, আপনার ঘরের ক্যাপ্টেন কিন্তু আপনি এখন নিজেই। আপনি যদি আপনার ঘরের ক্যাপ্টেন্সি ঠিকমতো করতে পারেন, তাহলে আমি সিউর; ইনশা-আল্লাহ আমরা কিছুটা হলেও কমাতে পারবো। আপনাদের কাছে বিনিত অনুরোধ ঘরে থাকুন, প্লিজ প্লিজ প্লিজ ঘরে থাকুন। আপনি নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকে সুরক্ষিতরাখুন, আপনার সমাজকে সুরক্ষিত রাখুন। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, সবার দায়িত্ব।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বন্ধ হলো আইসিসির সদর দপ্তর

বন্ধ হলো আইসিসির সদর দপ্তর

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো লা লিগা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো লা লিগা

যৌবন যার দেশকে বাঁচানোর শ্রেষ্ঠ সময় তার : মাশরাফি

যৌবন যার দেশকে বাঁচানোর শ্রেষ্ঠ সময় তার : মাশরাফি

যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টিনে সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টিনে সাকিব আল হাসান