বিষয়

মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস মারা গেছেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১২ এপ্রিল ২০২০
মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস মারা গেছেন

ব্রিটিশ মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস মারা গেছেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মধ্যে দীর্ঘদিন অসুস্থ থাকা এ তারকা চলে গেলেন পরপারে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

কিংবদন্তি স্যার স্টার্লিং মোসকে ফরমুলো ওয়ানের সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করা হয়। যদিও তিনি তার ক্যারিয়ারে কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেননি।

২০১৮ সালের জানুয়ারি থেকে শারীরিক সমস্যার কারণে জনসম্মুখে আসা বন্ধ করে দিয়েছিলেন মোস। এর আগে ২০১৬ সালে ডিসেম্বরে সিঙ্গাপুরে ছুটিতে থাকাকালীন সময়ে বুকে সংক্রমণের কারণে ১৩৪ দিন হাসপাতালে কাটিয়েছিল তিনি।

১৯৫১ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত এফওয়ান প্রতিযোগিতায় ৬৬বার লড়াই করে ১৬বার চ্যাম্পিয়ন হয়েছিলেন স্যার স্টার্লিং মোস। তিনিই প্রথম ব্রিটিশ চালক, যিনি ১৯৫৫ সালে অ্যাইনট্রিতে হোম গ্র্যান্ড প্রিক্স জেতেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের সততা নিয়ে ধুয়ে দিলেন সালমান বাট

পাকিস্তানের সততা নিয়ে ধুয়ে দিলেন সালমান বাট

ছেলের চেয়ে ছোট তরুণের সঙ্গে নতুন সম্পর্কে নেইমারের মা

ছেলের চেয়ে ছোট তরুণের সঙ্গে নতুন সম্পর্কে নেইমারের মা

২০২২ সালে গিয়ে ঠেকলো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

২০২২ সালে গিয়ে ঠেকলো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

মাইক্রোফোন তুলে রাখতে চান হোল্ডিং

মাইক্রোফোন তুলে রাখতে চান হোল্ডিং