মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৭ এপ্রিল ২০২০
মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

মুশফিকুর রহিম সবার আগে তার ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তোলার ঘোষণা দিলেও সবার আগে সেই কাজটি সেরে ফেলেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে খেলে ৬০৬ রান করা ব্যাটটি নিলামের মাধ্যমে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। যা পুরো অর্থই ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসের কারণে অসহায় ও দুস্থদের মাঝে ব্যয় করা হবে।

সাকিব ও মুশফিকের পর করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের জন্য আর্থিক সহায়তা করতে নিজের ১৬ বছরের ক্যারিয়ারের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

এবার তাদের পদাঙ্ক অনুসরণ করে আরও চার টাইগার ক্রিকেটার তাদের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। তারা হলেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেজে নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলেন সাকিব। সেটি ২০ লাখ টাকায় বিক্রি হয়। সেখানেই এ চার ক্রিকেটার নিজেদের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলবেন। তবে তহবিল সংগ্রহে কোন কোন সরঞ্জামাদিগুলো নিলামে তুলবেন তা নিয়ে এখনো নিশ্চিত করেননি তারা।

ইংল্যান্ড বিশ্বকাপ খেলা নিজের পছন্দের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। ওই ব্যাট দিয়ে বিশ্বকাপে ৬০৬ রান এবং এসজি ওই ব্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫শর বেশি রান করেছেন তিনি।

এর আগে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি তোলার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। তবে সেটি কোন প্লাটফর্মের নিলামে তুলবেন তা এখনও সিদ্ধান্ত নেননি তিনি।

এছাড়া মোহাম্মদ আশরাফুলও তার নিজের দু’টি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে একটি হলো, টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করা ব্যাটটি। সর্ব কনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান রেকর্ড গড়েছিলেন অ্যাশ। অন্যটি হলো, ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন আশরাফুল।

করোনাভাইরাসের সংক্রামণ রোধে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের সকল প্রকার ক্রীড়া ইভেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। এছাড়া একের পর এক আন্তর্জাতিক সিরিজ বাতিল হয়েছে যাচ্ছে। খেলা না থাকায় দেশের ক্রিকেটাররা ঘরবন্দি অবস্থায় নিজেদের ফিটনেস ঠিক রাখার পাশাপাশি এগিয়ে এসেছেন আর্থিক সহায়তায়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পরিচর্যার প্রয়োজন : সাকিব

ভারত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পরিচর্যার প্রয়োজন : সাকিব

রেফারি বাবুর জার্সি ২ লাখ টাকায় কিনতে চান ব্যবসায়ী তমাল

রেফারি বাবুর জার্সি ২ লাখ টাকায় কিনতে চান ব্যবসায়ী তমাল

ক্রিকেটে পিচের আকার পরিবর্তন চান রমিজ রাজা

ক্রিকেটে পিচের আকার পরিবর্তন চান রমিজ রাজা

বৈধতা পেতে পারে বল টেম্পারিং

বৈধতা পেতে পারে বল টেম্পারিং

বাইরে যাওয়ার ইচ্ছা বারান্দায় পূরণ করছেন সৌম্য-পূজা

বাইরে যাওয়ার ইচ্ছা বারান্দায় পূরণ করছেন সৌম্য-পূজা

দেশে করোনার প্রভাব সম্পর্কে আইসিসিকে জানিয়েছে বিসিবি

দেশে করোনার প্রভাব সম্পর্কে আইসিসিকে জানিয়েছে বিসিবি

জীবনের আসল খেলা এখন : মাশরাফি

জীবনের আসল খেলা এখন : মাশরাফি

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো