নিজের প্রশ্নের ফাঁদেই এবার তামিমকে আটকালো রিয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ এএম, ২৪ মে ২০২০
নিজের প্রশ্নের ফাঁদেই এবার তামিমকে আটকালো রিয়াদ

প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যে ক্রিকেট বন্ধ থাকলেও ক্রিকেট তারকাদের নিয়ে স্যোশাল মিডিয়ায় দুর্দান্তভাবে লাইভ আড্ডা মাতিয়ে রেখেছেন। প্রায় মাসব্যাপীর এ লাইভ আড্ডা ইতি ঘটেছে শনিবার (২৩ মে) রাতে। তামিমে শেষ লাইভ এপিসটের আড্ডায় ছিলেন মাশরাফি, মাহদুউল্লাহ এবং মুশফিকুর রহিম।

তামিমের লাইভ আড্ডার মধ্যে সবচেয়ে প্রাণবন্ত ছিল শনিবারের লাইভ এপিসট। কারণ, বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডের মধ্যে সাকিব আল হাসান ছাড়া বাকি চারজনই ছিলেন। বাংলাদেশ ক্রিকেটে বর্তমান দলে তারাই সিনিয়র এবং সকলেই বন্ধু। ফলে অন্য এপিসটে তামিম অন্যদের প্রশ্ন করে আটকানোর প্রবণতা থাকলেও এখানে ছিল উল্টো চিত্র।

লাইভ অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদ তামিমকে একটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল এমন, একটি নৌকার মধ্যে মাশরাফি এবং মুশফিক রয়েছে, কিন্তু যেকোনো একজন বাঁচাতে হলে তাকে তিনি (তামিম) বাঁচাবেন? এমন প্রশ্ন করে রুবেল হোসেন এবং তাসকিনকে ‘বিপদে’ ফেলেছিলেন তামিম। সেই সুযোগটি নিয়েই তামিমকে ফাঁদে ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

রিয়াদের এমন প্রশ্নের সময় হাসতে থাকেন মাশরাফি এবং মুশফিক। তামিম উত্তর দিতে গিয়ে ঘুরিয়ে-পেচিয়ে বলতে চাইলে মাশরাফিও মজা করেন। তবে সবশেষে উত্তর দেন তামিম ইকবাল। বলেন, মুশফিকুর রহিমকেই বাঁচাবেন তিনি।

তামিম অন্য এক প্রশ্নের জবাবে আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটের মধ্যে মুশফির রহিমই তার সবচেয়ে ভালো বন্ধু। তবে সাকিবসহ বন্ধু তালিকায় অন্যান্যদেরও নামও বলেন টাইগার ওপেনার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সবার জন্যই অনুসরণীয় হতে পারে মুশফিক : তামিম

সবার জন্যই অনুসরণীয় হতে পারে মুশফিক : তামিম

এক হাতে ব্যাট করার কাহিনী শোনালেন তামিম

এক হাতে ব্যাট করার কাহিনী শোনালেন তামিম

আইসিসির চোখে বিশ্বকাপে টাইগারদের সেরা পাঁচ জয়

আইসিসির চোখে বিশ্বকাপে টাইগারদের সেরা পাঁচ জয়

ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন

ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন