টুইটার নিয়ে বিপাকে ওয়াকার, ছাড়ছেন সোশ্যাল মিডিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৫ এএম, ৩০ মে ২০২০
টুইটার নিয়ে বিপাকে ওয়াকার, ছাড়ছেন সোশ্যাল মিডিয়া

ফাইল ছবি

পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনিসের টুইটার অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাতে একটি অশ্লীল ও অনৈতিক ভিডিওতে লাইক দেওয়া হয়। আর তাতে চারিদিকে সমালোচনা শুরু হয়ে যায়। তবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি আর টুইটার ছেড়ে চলে যাওয়ার কথা জানান।

শুক্রবার (২৯ মে) সকালে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন জানান, তার অ্যাকাউন্টটি কোন এক হ্যাকার হ্যাক করেছে আর ওই হ্যাকারই ওই অশ্লীল ও অনৈতিক ভিডিওতে লাইক দিয়েছে।

শুধু তাই নয় ভিডিওতে তিনি আরও জানিয়েছেন, এমন কর্মকান্ডের জন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে চলে যাচ্ছেন। তিনি আর সামাজিক যোগাযোগমাধ্যমে থাকবেন না।

তিনি বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে জানতে পারি কেউ আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছে। আর আমার অ্যাকাউন্ট ব্যবহার করে একটি অশ্লীল ও অনৈতিক ভিডিওতে লাইক দিয়েছে। এটি আমার পরিবারের জন্য অত্যন্ত লজ্জাজনক ও হতাশাব্যঞ্জক।

তিমি আরও বলেন, আমি ভেবেছিলাম সামাজিক যোগাযোগমাধ্যম ভক্তদের সাথে যোগাযোগের মাধ্যম। এটি আমার সাথে প্রথমবারের মতে ঘটেনি৷ এর আগও ঘটেছে। দেখে মনে হচ্ছে লোকটি আমার পিছু লেগেছে আর সে তার উদ্দেশ্য হাসিল করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ব্যাপারে তিনি বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমার কাছে আমার পরিবার বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তার জন্য দুঃখিত।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনির অবসর নিয়ে কী লিখেছিলেন সাক্ষী

ধোনির অবসর নিয়ে কী লিখেছিলেন সাক্ষী

নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানের অ্যাথলেট, পদক বাড়ছে বাংলাদেশের

নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানের অ্যাথলেট, পদক বাড়ছে বাংলাদেশের

একদম ভিন্ন রকম একটি ঈদ কাটালাম : নিগার সুলতানা

একদম ভিন্ন রকম একটি ঈদ কাটালাম : নিগার সুলতানা

আশরাফুলের অন্যরকম সতর্কবার্তা

আশরাফুলের অন্যরকম সতর্কবার্তা