বর্ণবাদের বিপক্ষে লড়তে জর্ডানের ১০ কোটি ডলার অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ০৭ জুন ২০২০
বর্ণবাদের বিপক্ষে লড়তে জর্ডানের ১০ কোটি ডলার অনুদান

ফাইল ছবি

সাবেক বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান। এবার বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য ১০ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিলেন তিনি।

আগামী ১০ বছরে তার ও জর্ডান ব্র্যান্ডের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হবে, এক বিবৃতিতে এ তথ্য দেন ৫৭ বছর বয়সী জর্ডান। এছাড়া বর্ণবাদ দূর করতে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জর্ডান।

সবার সঙ্গে মিলে লড়াই করতে চান জর্ডান। তিনি বলেন, ‘সম্প্রতি যা ঘটেছে তা দুঃখজনক। আশা করি, সকল সমস্যার সমাধান হবে।’

কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে গত সপ্তাহে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। এ নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়ে পুরো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব।

শুধু জর্ডানই নন ফ্লয়েড হত্যার প্রতিবাদ করছে ক্রীড়াঙ্গনের অন্য অ্যাথলেটরাও। যেখানে রয়েছে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলসহ সব ক্রীড়া ইভেন্টের তারকারাই। থেমে নেই ক্লাবগুলোও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্ত্রীর ভুলে চুক্তি হারালেন ফুটবলার

স্ত্রীর ভুলে চুক্তি হারালেন ফুটবলার

ইমরানের পর রাজনীতিতে আসছেন জুনায়েদ

ইমরানের পর রাজনীতিতে আসছেন জুনায়েদ

করোনাযুদ্ধে জয়ী পাকিস্তানের সাবেক ওপেনার

করোনাযুদ্ধে জয়ী পাকিস্তানের সাবেক ওপেনার

লকডাউনে আয়ে সেরা রোনালদো, দশে কোহলি

লকডাউনে আয়ে সেরা রোনালদো, দশে কোহলি