ইতালিয়ান ওপেনে শেষ আটে নাদাল-জকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০২০
ইতালিয়ান ওপেনে শেষ আটে নাদাল-জকোভিচ

ইতালিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল।

শেষ ষোলো’তে জকোভিচ মুখোমুখি হয়েছিলেন অবাছাই স্বদেশি ফিলিপ ক্রাজিনোভিচের । প্রথম সেটে জকোভিচকে চমকে দেওয়ার পথ তৈরি করেছিলেন র‌্যাংকিংয়ের ২৯ নম্বরে থাকা ক্রাজিনোভিচ। দুর্দান্ত লড়াইয়ে সেটটি টাইব্রেকারে নিয়ে যান তিনি।

তবে অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত সেটটি জিতে নেন জকোভিচ। ৭-৬ (৯-৭) গেমে প্রথম সেট জিতেন তিনি। পরের সেটে জকোভিচের সাথে লড়াইয়ে ছিঁটেফঁটাও দেখাতে পারেননি ক্রাজিনোভিচ। ৬-৩ গেমে সেটটি জিতেন তিনি। ফলে শেষ আটের টিকিট পান জকোভিচ।

শেষ ষোলা’তে নাদাল খেলতে নামেন সার্বিয়ার অবাছাই দুসান লাজোভিচের। জয় পেতে জকোভিচের মতো বেগ পেতে হয়নি নাদালের। ৬-১ ও ৬-৩ গেমে জয় পান নাদাল। গত বছরের এই টুর্নামেন্টের ফাইনালে নাদালের কাছে হেরেছিলেন জকোভিচ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রেঞ্চ ওপেনে দর্শক ফেরাচ্ছে আয়োজকরা

ফ্রেঞ্চ ওপেনে দর্শক ফেরাচ্ছে আয়োজকরা

নারী বিচারককে আঘাত, ইউএস ওপেন থেকে বহিষ্কার জকোভিচ

নারী বিচারককে আঘাত, ইউএস ওপেন থেকে বহিষ্কার জকোভিচ

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

বাতিল হলো মাদ্রিদ ওপেন

বাতিল হলো মাদ্রিদ ওপেন