ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী এককের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। ২০১২ সালের পর আবারও ফ্রেঞ্চ ওপেন টেনিসে কোয়ার্টার-ফাইনালে উঠলেন তিনি।
চতুর্থ রাউন্ডে কেভিতোভা ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন অবাছাই চীনের জং সুয়াইকে। এ জন্য ৮৫ মিনিট সময় লেগেছে ৩১ বছর বয়সী কেভিতোভার।
এর আগে সর্বশেষ ২০১২ সালের আসরে সেমিফাইনালে উঠেছিলেন কেভিতোভা। এরপর ছয়টি আসরে খেলেছেন তিনি। তবে চতুর্থ রাউন্ডের গন্ডি পেরোতে পারেননি কেভিতোভা। এছাড়া গত বছর ফ্রেঞ্চ ওপেনে অংশ নেননি দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক কেভিতোভা।
ফ্রেঞ্চ ওপেন টেনিসে শেষ আটে এখন কেভিতোভা খেলবেন অবাছাই জার্মানির লরা সিগেমুন্ডের। চতুর্থ রাউন্ডে সিগেমুুন্ডে ৭-৫ ও ৬-২ গেমে হারিয়েছেন অবাছাই স্পেনের পওলা বাদোসাকে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]