‌‘নাদাল দু’মুখো সাপ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৬ মে ২০১৮
‌‘নাদাল দু’মুখো সাপ’

স্প্যানিশ ফুটবল ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা দেখতে মাঠে আসায় রিয়াল মাদ্রিদের সমর্থকদের তোপের মুখে পড়েছেন বিশ্বের নাম্বর ওয়ান টেনিস তারকা স্পেনের রাফায়েল নাদাল।

ইউরোপা লিগে অ্যাথলেটিকো ও আর্সেনালের দ্বিতীয় লেগের সেমিফাইনাল চলাকালীন গ্যালারিতে ছিলেন নাদাল। এ সময় তার গলায় অ্যাথলেটিকোর স্কার্ফ জড়ানো ছিল। এই স্কার্ফ দেখেই ক্ষেপেছেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদালের বিপক্ষে টুইট করে নিজেদের রাগ ঝেড়েছেন রিয়াল মাদ্রিদের সমর্থকগোষ্ঠি।

রিয়াল এক সমর্থক টুইট করে বলেছেন, ‘নাদাল রিয়াল মাদ্রিদের সমর্থক। তার কাকা বার্সেলোনায় খেলতেন বলে ছোট বেলায় বার্সার সমর্থক ছিলেন নাদাল। আর এখন গলায় অ্যাথলেটিকোর স্কার্ফ জড়িয়ে তাদের সমর্থক হয়ে গেলেন নাদাল!!! নাদাল হলো দু’মুখো সাপ।’

আর এক সমর্থকের টুইট ছিল এমন, ‘নাদালের এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। সে রিয়ালের সমর্থক হয়ে এভাবে অ্যাথলেটিকোর স্কার্ফ পড়তে পারে না। আমরা তার খেলার সমর্থন আর করব না।’

যদিও এ বিষয়ে কোন মন্তব্য করেননি নাদাল। উল্টো র‌্যাংকিংয়ে নিজের এক নম্বর জায়গা ফিরে পাওয়ার ব্যাপারে কথা বলেছেন তিনি। নাদাল বলেন, ‘চোটের জন্য তিন মাস খেলতে পারিনি। সময়টা খুব বাজে ছিল। ইনজুরি থেকে দুর্দান্ত খেলে এক নম্বর জায়গা ফিরে পাওয়াটা সহজ নয়। শীর্ষস্থান ধরে রাখাই মূল লক্ষ্য আমার।’

তবে নাদাল ঘনিষ্ঠরা জানিয়েছেন, খেলা দেখতে মাঠে গিয়েছিলেন স্পেনের প্রথম সারির বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের সঙ্গে দেখা করতেই স্টেডিয়ামে গিয়েছিলেন নাদাল।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে নাদাল

ফাইনালে নাদাল

মা হচ্ছেন সানিয়া মির্জা

মা হচ্ছেন সানিয়া মির্জা

শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

ফেড কাপ টেনিসের ফাইনালে চেক প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র

ফেড কাপ টেনিসের ফাইনালে চেক প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র