উইম্বলডনে রাশিয়া-বেলারুশকে নিষিদ্ধ করায় হতাশ জোকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২১ এপ্রিল ২০২২
উইম্বলডনে রাশিয়া-বেলারুশকে নিষিদ্ধ করায় হতাশ জোকোভিচ

একদিন আগেই উইম্বলডন থেকে রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে অল ইংল্যান্ড টেনিস ক্লাব। উইম্বলডন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতাশ বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। জানিয়েছেন, দেশের সিদ্ধান্তে অ্যাথলেটদের এভাবে নিষিদ্ধ করা উচিত নয়।

বুধবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে উইম্বলডন জানায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে টুর্নামেন্টে খেলতে পারবেন না রাশিয়ান কোনো টেনিস খেলোয়াড়। আর রাশিয়াকে সমর্থন দেওয়ায় একই ভাগ্য বরণ করে নিতে হচ্ছে বেলারুশকেও।

এই ঘটনার পরপরই উইম্বলডন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সমালোচনা করেন জোকোভিচ। তিনি বলেন, “আমি উইম্বলডনের এই সিদ্ধান্ত মানতে পারছি না। এটা অ্যাথলেটদের দোষ না। যখন খেলা এবং রাজনীতি একসাথে হবে, সেটা কখনই আমাদেরকে ভালো বার্তা দেয় না।”

রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটদের পক্ষ নিলেও যুদ্ধের পক্ষে নন জোকোভিচ। তিনি বলেন, “আমি সবসময়ই যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধশিশু হিসেবে আমি জানি, যুদ্ধ সবাইকে কতটা কষ্ট দেয়।”

তিনি আরও বলেন, “আমরা জানি ১৯৯৯ সালে সার্বিয়াতে কি হয়েছিল। সাধারণ মানুষ সবসময় কষ্টভোগ করে।”

বিশ্বের প্রথম কোনো টেনিস টুর্নামেন্ট হিসেবে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে উইম্বলডন। অন্যান্য টুর্নামেন্টগুলোতে খেলতে কোনো বাঁধা বা নিষেধাজ্ঞার মুখে পড়েননি এই দুই দেশের টেনিস তারকারা।

টেনিসে নিষেধাজ্ঞার বিষয়টি প্রথমবারের মতো ঘটলেও ফুটবল এবং অলিম্পিক থেকে ইতিমধ্যেই রাশিয়া এবং বেলারুশকে নিষিদ্ধ করা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

উইম্বলডনে নিষিদ্ধ রশিয়া-বেলারুশের টেনিস তারকারা

উইম্বলডনে নিষিদ্ধ রশিয়া-বেলারুশের টেনিস তারকারা

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন ১৮ বছরের আলকারাজ

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন ১৮ বছরের আলকারাজ

দেশের জন্য র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে আলেকজান্ডার ডলগোপোলভ

দেশের জন্য র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে আলেকজান্ডার ডলগোপোলভ

ড্যানিয়েলকে হারিয়ে অ্যান্ডি মারের ৭’শতম ম্যাচ জয়

ড্যানিয়েলকে হারিয়ে অ্যান্ডি মারের ৭’শতম ম্যাচ জয়