উইম্বলডনে ফেরার বিষয়ে নিশ্চিত না সেরেনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৯ জুন ২০২২
উইম্বলডনে ফেরার বিষয়ে নিশ্চিত না সেরেনা

দীর্ঘ এক চোট কাটিয়ে উইম্বলডনে ফিরেছিলেন সেরেনা উইলিয়ামস। ২০২১ উইম্বলডনে চোটের কারণে খেলতে না পারলেও ২০২২ আসরে ফিরেছিলেন তিনি। তবে প্রথম রাউন্ডেই অভিষিক্ত হার্মোনি ট্যানের কাছে বিদায় নিয়েছেন। ম্যাচ হারের পর জানিয়েছেন, পরের আসরে খেলার ব্যাপারে নিশ্চিত না তিনি।

২৩ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী সেরেনা উইলিয়ামসকে ৭-৫, ১-৬, ৭-৬ (১০-৭) সেটে হারিয়ে জয় তুলে নেন হার্মোনি ট্যান। এই হারের পর স্বাভাবিক প্রশ্ন উঠেছে পরের আসরে সেরেনা খেলবেন কি-না। তিনি নিজেও এই ব্যাপারে নিশ্চিত নন বলেও জানিয়েছেন তিনি।

২০২১ সালে উইম্বলডনে চোট পেয়েই ছিটকে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। সেবার চোট পাওয়ার পরেই তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সেই শঙ্কা দূর করে আবারও মাঠে ফেরেন তিনি। তবে এবার ছিটকে যাওয়ার পর নিজেই পরের আসরে খেলা নিয়ে শঙ্কিত।

অবশ্য শঙ্কিত হওয়াটাই স্বাভাবিক কারণ, সময়ের সাথে সাথে সেরেনা উইলিয়ামসের বয়স পেরিয়েছে ৪০-এর কোটা। তাই ম্যাচ শেষে সেরেনা জানিয়েছেন, “এটা এমন একটা প্রশ্ন, যার উত্তর আমি দিতে পারব না। আমি জানি না। কে জানে আমি আবার কোথায় নিজেকে ফিরে পাব?”

সর্বশেষ ২০১৭ সালে গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জেতা সেরেনা উইলিয়ামস জিততে পারছেন না কোনো শিরোপা। নিজের বিবর্ণ শেষের শুরুতে বেশ হতাশ হয়েছেন তিনি।

এই বিষয়ে সেরেনা বলেন, “আপনারা আমাকে চেনেন। এমন কিছু অবশ্যই চাইনি। আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। হয়তো আগামীকাল আমি আরও বেশি দিতে পারতাম। হয়তো এক সপ্তাহ আগেও তাই দিতে পারতাম। তবে আজ আমি এতটাই পেরেছি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

উইম্বলডনে প্রত্যাবর্তনের ম্যাচে অভিষিক্ত হারমনির কাছে হারলেন সেরেনা

উইম্বলডনে প্রত্যাবর্তনের ম্যাচে অভিষিক্ত হারমনির কাছে হারলেন সেরেনা

শুরুর আগেই শেষ বেররেত্তিনির উইম্বলডন

শুরুর আগেই শেষ বেররেত্তিনির উইম্বলডন

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

উইম্বলডনে ফেদেরারের অভাব টের পাচ্ছেন নাদাল

উইম্বলডনে ফেদেরারের অভাব টের পাচ্ছেন নাদাল