পুত্রের মা হলেন মারিয়া শারাপোভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৬ জুলাই ২০২২
পুত্রের মা হলেন মারিয়া শারাপোভা

রাশিয়ার সাবেক নারী টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার ঘরে নতুন অতিথির আগমন ঘটেছে। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পাঁচবারের গ্রান্ড স্লাম জয়ী সাবেক এই টেনিস তারকা। 

শুক্রবার (১৫ জুলাই) ইনস্টাগ্রামে প্রথম সন্তান জন্ম দেওয়ার খবর নিশ্চিত করেছেন শারাপোভা। পোস্টে প্রেমিক ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেস ও সদ্য ভূমিষ্ট সন্তানের সঙ্গে নিজের ছবি দিয়েছেন তিনি।

ছেলেকে জীবনের সবচেয়ে সুন্দর ও অমূল্য উপহার হিসেবে আখ্যা দেন টেনিসের সাবেক এক নম্বর নারী খেলোয়াড়। এর আগে চলতি বছরের এপ্রিলে নিজের গর্ভাবস্থার কথা জানিয়েছিলেন শারাপোভা। 

২০২০ সালে ৪২ বছর বয়সী ব্রিটিশ  ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদান সম্পন্ন করেন এই রাশিয়ান টেনিস তারকা। দেড় বছরের মাথায় তাদের ঘর আলো করে জন্ম নিলো প্রথম পুত্র সন্তান। 

 
 
 
View this post on Instagram

A post shared by Maria Sharapova (@mariasharapova)

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনের শিরোপা জিতে হইচই ফেলে দিয়েছিলেন শারাপোভা। এছাড়া ২০০৬ সালে ইউএসওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন ছারাও ২০১২ ও ২০১৪ ফ্রেস্ন ওপেনের শিরোপাও জিতেছেন তিনি। 

কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে পিছনে লেগে থাকা ইনজুরিতে বাধ্য হয়েই ২০২০ সালে ২৬ ফেব্রুয়ারী অবসর নেন।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী জোকোভিচ

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী জোকোভিচ

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

দারুণ প্রত্যাবর্তনে এলেনা রিবাকিনার প্রথম গ্র্যান্ড স্লাম

দারুণ প্রত্যাবর্তনে এলেনা রিবাকিনার প্রথম গ্র্যান্ড স্লাম

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’