নাদাল-ফেদেরার জয়ের দিন মারের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ৩০ আগস্ট ২০১৮
নাদাল-ফেদেরার জয়ের দিন মারের বিদায়

ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন অবাছাই ব্রিটেনের এন্ডি মারে। সাবেক নাম্বার ওয়ান মারের বিদায়ের দিন জয়ের স্বাদ পেয়েছে শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল ও দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। তবে নাদাল তৃতীয় রাউন্ডে পা দিলেও দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন ফেদেরার।

২০১৬ সালের নভেম্বরে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকলেও এবারের আসরে খেলতে নামার আগে মারের র‌্যাংকিং ৩৮২। তাই দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে বেশ নড়বড়ে অবস্থায় ছিলেন তিনি। আর এই রাউন্ডে মারের প্রতিপক্ষ ছিলেন ৩১তম বাছাই স্পেনের ফার্নান্দো ভার্দাস্কো।

দু’জনেই প্রথম দু’সেটে একটি করে জয় লাভ করেন। তবে শেষ দু’সেট জিতে তৃতীয় রাউন্ডে পা রাখেন ভার্দাস্কো। । এ ম্যাচের স্কোর লাইন ছিল ৭-৫, ২-৬, ৬-৪ ও ৬-৪।

জয় পেতে কষ্ট করতে হয়নি নাদাল ও ফেদেররা। দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ছিলেন অবাছাই কানাডার ভাসেক পসপিসিল । সরাসরি সেটে ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে জয়ের স্বাদ নেন নাদাল।

অবাছাই জাপানের কেই নিশিকোরির বিপক্ষে নিজের প্রথম রাউন্ডে মুখোমুখি হন ফেদেরার। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে খুব বেশি সমস্যা হয়নি তার। ৬-২, ৬-২ ও ৬-৪ গেমে নিশিকোরির বিপক্ষে জয় তুলে নেন ফেদেরার।


শেয়ার করুন :


আরও পড়ুন

সেরেনার ‘ক্যাটস্যুট’ নিয়ে সমালোচনার ঝড়

সেরেনার ‘ক্যাটস্যুট’ নিয়ে সমালোচনার ঝড়

সেরেনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয়ের স্বাদ

সেরেনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয়ের স্বাদ

রজার্স থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেদেরার

রজার্স থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেদেরার

সেরেনাকে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন কারবার

সেরেনাকে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন কারবার