সেমিফাইনালে ফেদেরার, প্রতিপক্ষ শাপোভালোভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০১৯
সেমিফাইনালে ফেদেরার, প্রতিপক্ষ শাপোভালোভ

কোয়ার্টার ফাইনালে সহজ জয় দিয়ে মিয়ামি ওপেন টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে উঠেছে চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ফাইনালে তার প্রতিপক্ষ কানাডার ডেনিস শাপোভালোভ।

প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে ৬-০, ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেন ফেদেরার। সেমিফাইনালে তার প্রতিপক্ষ কানাডার ডেনিস শাপোভালোভ।

২০১৭ সালে সর্বশেষ মিয়ামির শিরোপা জিতেছিলেন ফেদেরার। এবার চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মিশন শুরু করেছেন তিনি। লক্ষ্যের পথেই রয়েছেন ফেদেরার।

সপ্তমবারের মত টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন ফেদেরার। এবারও সেমির ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী ফেদেরার।

বলেন, ‘শিরোপায় চোখ রেখে এবার যাত্রা শুরু করি। আত্মবিশ্বাস আছে আবারও শিরোপা জিততে পারবো। তবে সামনের চ্যালেঞ্জগুলো কঠিন হবে এবং আমাকে পরিশ্রম করতে হবে।’

বিশতম বাছাই কানাডার ডেনিস শাপোভালোভ ৬-৭ (৫/৭), ৬-৪ ও ৬-২ গেমে ২৮তম বাছাই ফ্রান্সিস তিয়াফোকে পরাজিত করে সেমিফাইনালে নাম লিখিয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মিয়ামি ওপেনের শেষ আটে ফেদেরার

মিয়ামি ওপেনের শেষ আটে ফেদেরার

টেনিস তারকা কেভিতোভার হামলাকারীর ৮ বছরের জেল

টেনিস তারকা কেভিতোভার হামলাকারীর ৮ বছরের জেল

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

থিমের কাছে রেকর্ড ষষ্ঠ শিরোপা হারালেন ফেদেরার

থিমের কাছে রেকর্ড ষষ্ঠ শিরোপা হারালেন ফেদেরার