ইউএস ওপেনের সম্ভবনা দেখছেন না নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ এএম, ০৭ জুন ২০২০
ইউএস ওপেনের সম্ভবনা দেখছেন না নাদাল

ফাইল ছবি

করোনার পরবর্তীকালে পালাক্রমে আবারও মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট, ফুটবল । তবে ইউএস ওপেন ফিরবে কি-না তা এখনও অজানা। এমন অবস্থায় ইউএস ওপেনের আশাও ছেড়ে দিয়েছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল।

বৃহস্পতিবার (৪ জুন) অনলাইনে স্পেনের একটি সংবাদ মাধ্যমকে নাদাল বলেন, ‘যদি আমাকে প্রশ্ন করা হয়, ইউএস ওপেন হওয়ার সম্ভাবনা কতটুকু? তা’হলে আমি বলব, কোন সম্ভাবনাই দেখছি না।’

আগামী ৩১ আগস্ট থেকে নিউইয়র্কে ইউএস ওপেন শুরুর সূচি রয়েছে।। এখনও দু’মাসের বেশি সময় বাকি রয়েছে। কিন্তু নিউইয়র্কের করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক না। আগামী দু’মাসে ঠিক হবে কি-না, তাও কেউই বলতে পারছে না।

এ ব্যাপারে নাদাল বলেন, ‘হয়তো দু’মাসে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কিন্তু কোন নিশ্চয়তা নেই। দেখতে হবে ভাইরাসের সংক্রমণ কতটা আটকানো সম্ভব হয়েছে। নিউইয়র্কের পরিস্থিতি কেমন থাকে দু’মাস পর, সেটাও মূল বিষয়। কিন্তু আমি কোন আশা দেখছি না।’

পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে না আসলে নিউইয়র্কে টেনিসের টুর্নামেন্ট আয়োজন করা উচিত হবে না বলে জানান নাদাল। তিনি বলেন, ‘টেনিস শুরু হলেও দু’টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার নিশ্চয়তা এবং তার সঙ্গে দেখা প্রত্যেকে যেন আন্তর্জাতিক বিমানে যাতায়াত করতে পারে।’

‘স্বাস্থ্যের দিক থেকে পুরোপুরি সুরক্ষিত থাকার মতো পরিস্থিতি তৈরি না হলে সেখানে টেনিস আবার শুরু করা যাবে না। তার সঙ্গে প্রত্যেক দেশ থেকে খেলোয়াড়রা যাতে সুরক্ষিত ভাবে প্রতিযোগিতায় আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেপ্টেম্বরে রোমে অনুষ্ঠিত হবে ইতালিয়ান ওপেন

সেপ্টেম্বরে রোমে অনুষ্ঠিত হবে ইতালিয়ান ওপেন

৮ জনের টেনিস টুর্নামেন্ট আয়োজন করছেন থিম

৮ জনের টেনিস টুর্নামেন্ট আয়োজন করছেন থিম

মেসি-রোনালদোকে টপকে সেরা উপার্জনকারী ফেদেরার

মেসি-রোনালদোকে টপকে সেরা উপার্জনকারী ফেদেরার

৬ মাস পর কোর্টে ফিরছেন মারে

৬ মাস পর কোর্টে ফিরছেন মারে