মেসি-রোনালদোকে টপকে সেরা উপার্জনকারী ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৮ এএম, ৩১ মে ২০২০
মেসি-রোনালদোকে টপকে সেরা উপার্জনকারী ফেদেরার

ফাইল ছবি

১৯৯০ সাল থেকে অ্যাথলেটদের আয়ের তালিকা করে আসছে ফোর্বস। ফোর্বস সাময়িকীর হিসেবে ২০২০ সালে আয়ের দিক থেকে সবার ওপরে আছেন পুরুষ টেনিসে রেকর্ড ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার। যেখানে পিছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

এরমধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো টেনিস তারকা এই তালিকায় শীর্ষে উঠে এলেন। মেসি শুধু শীর্ষ স্থানই হারাননি নেমে গেছেন তিনে। যেখানে তার উপরে চলে গেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো।

শুক্রবার (২৯ মে) এই বছরের ১০০ জন শীর্ষ আয়ের অ্যাথলেটের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। আমেরিকান এই ম্যাগাজিনের সিনিয়র এডিটর কার্ট বাদেনহোসেন বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে বেতন কাটা পড়েছে ফুটবল তারকা মেসি আর রোনালদোর। ফলে প্রথমবারের মতো শীর্ষ‌ আয়ের অ্যাথলেট হিসেবে নাম চলে এসেছে একজন টেনিস খেলোয়াড়ের।’

গত ১২ মাসে সুইস টেনিস কিংবদন্তি ফেদেরার আয় করেছেন ১০ কোটি ৬৩ লাখ ডলার। আর গত বছর শীর্ষে থাকা ফুটবল তারকা লিওনেল মেসি এবার নেমে গেছেন তিনে। এই সময়ে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন দুইয়ে, তার আয় ১০ কোটি ৫০ লাখ ডলার।

সেরা পাঁচে আছেন যথাক্রমে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার (৯ কোটি ৫৫ লাখ ডলার) ও আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস (৮ কোটি ৮২ লাখ ডলার)।

নারী টেনিসে সেরেনা উইলিয়ামসকে পেছনে ফেলে দিয়েছেন দুইটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাওমি ওসাকা। জাপানিজ এই টেনিস তারকা এ বছর প্রাইজমানি থেকে ৩৪ লাখ ডলার আর এন্ডোর্সমেন্ট থেকে আয় করেছেন ৩ কোটি ৪০ লাখ ডলার।

এছাড়াও ক্রিকেটারদের মধ্যে কেবল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ফোর্বস সাময়িকীর সেরা ১০০ উপার্জনকারী অ্যাথলেটদের মধ্যে জায়গা করে নিয়েছেন। কোহলির মোট আয় ২ কোটি ৬০ লাখ ডলার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৬ মাস পর কোর্টে ফিরছেন মারে

৬ মাস পর কোর্টে ফিরছেন মারে

পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে ‘থাকছে’ দর্শকের উপস্থিতি

পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে ‘থাকছে’ দর্শকের উপস্থিতি

সর্বোচ্চ আয়ে সেরেনাকে পিছনে ফেললেন ওসাকা

সর্বোচ্চ আয়ে সেরেনাকে পিছনে ফেললেন ওসাকা

চলে গেলেন টেনিস কিংবদন্তি কুপার

চলে গেলেন টেনিস কিংবদন্তি কুপার